নিজস্ব প্রতিবেদন: লড়াইয়ের ময়দানে সহযোদ্ধার জন্য জান কবুল করতে পিছপা হন না ভারতীয় বায়ুসেনার কমান্ডোরা। এর বাইরেও রয়েছে তাদের জীবনের এক অজানা দিক। শহিদ সহযোদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করলেন ভারতীয় বায়ুসেনার গরুড় কমান্ডোরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-টানা ৭ ঘণ্টা স্কুল বাসে আটকে, মর্মান্তিক মৃত্যু ৬ বছরের পড়ুয়ার


২০১৭ সালে কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শহিদ হন গরুড় কমান্ডো জ্যোতি প্রকাশ নিরালা। তবে মৃত্যুর আগে নিরালা খতম করেন ৫ জঙ্গিকে। তাঁর ওই সাহসিকতার জন্য অশোক চক্র দিয়ে সম্মান জানানো হয় নিরালাকে।



দেশের জন্য প্রাণ দিলেও বাড়ির একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারায় নিরালার পরিবার। বিহারের বাড়িতে তখন বিবাহযোগ্যা বোন। গোটা পরিবারটাই পড়ে যায় বিপাকে। সহযোদ্ধার পরিবারকে বাঁচাতে এগিয়ে এলেন গরুড় কমান্ডোরাই।


আরও পড়ুন-এস-৪০০ কিনলে সমস্যায় পড়তে হবে ভারতকে, ফের সতর্ক করল আমেরিকা


শহিদ সহকর্মীকে শ্রদ্ধা জানাতে বিয়ের ব্যবস্থা করলেন নিরালার বোনের। চাঁদা তুলে জোগাড় করলেন ৫ লাখ টাকা। দাঁড়িয়ে থেকে নিরালার বোনের বিয়ে দিলেন গরুড় কমান্ডোরা। নববধুকে সম্মান জানাতে মাটিতে হাত পেতে দিলেন তাঁরা। তার ওপর দিয়েই হেঁটে গাড়িতে ওঠেন নিরালার বোন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। প্রশংসিত হয়েছে বিভিন্ন মহল থেকে।