মাঝ আকাশে বিমানে জ্বালানি ভরল ভারতীয় বায়ুসেনা, দেখুন ভিডিও
মারণক্ষমতাকে আরও এক ধাপ ওপরে নিয়ে গেল ভারতীয় বায়ুসেনা। এবার আকাশে উড়তে উড়তে বিমানে জ্বালানি ভরে দেখাল তারা। এবার আইএল - ৭৮ জ্বালানিবাহী বিমান থেকে নজরদারি বিমান AEW&C-তে মাঝ আকাশে জ্বালানি ভরে দেখালেন ভারতীয় পাইলটরা। গোটা প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করেছে বায়ুসেনা।
নিজস্ব প্রতিবেদন: মারণক্ষমতাকে আরও এক ধাপ ওপরে নিয়ে গেল ভারতীয় বায়ুসেনা। এবার আকাশে উড়তে উড়তে বিমানে জ্বালানি ভরে দেখাল তারা। এবার আইএল - ৭৮ জ্বালানিবাহী বিমান থেকে নজরদারি বিমান AEW&C-তে মাঝ আকাশে জ্বালানি ভরে দেখালেন ভারতীয় পাইলটরা। গোটা প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করেছে বায়ুসেনা।
আরও পড়ুন - বিশ্ববাংলার লোগো নিয়ে রাজ্য - মমতা চুক্তি প্রকাশ্যে আনার দাবিতে সরব হলেন মুকুল
মাঝ আকাশে বিমানে জ্বালানি ভরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। সেই কাজই এবার করে দেখাল ভারতীয় বায়ুসেনা। মাঝ আকাশে জ্বালানি ভরতে গেলে একই গতিতে একই দূরত্বে ওড়াতে হয় দুটি বিমানকে। দক্ষ পাইলটরাই করতে পারেন এই কাজ।
#WATCH An Indian Air Force Embraer transport aircraft specialized to conduct Airborne Early Warning and Control (AEW&C) function, successfully carried out Air to Air Refueling (AAR), pic.twitter.com/GFK0H2iGCV
— ANI (@ANI) November 30, 2017
মাঝ আকাশে বিমানে জ্বালানি ভরার দক্ষতা অর্জন করলে হামলা চালানোর পরিসর বেড়ে যায় সেই বাহিনীর। গোটা বিশ্বে হাতে গোনা বিমানবাহিনীরই এই দক্ষতা রয়েছে।