জেনে নিন IBPS RRB পরীক্ষার ফল
CWE RRB IV Exam 2015-র পরীক্ষার ফল প্রকাশ করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনাল সিলেকশন। পরীক্ষার ফল দেখতে পাওয়া যাবে আইবিপিএস এর নিজস্ব অফিসিয়াল ওয়েব সাইটে।
ওয়েব ডেস্ক: CWE RRB IV Exam 2015-র পরীক্ষার ফল প্রকাশ করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনাল সিলেকশন। পরীক্ষার ফল দেখতে পাওয়া যাবে আইবিপিএস এর নিজস্ব অফিসিয়াল ওয়েব সাইটে।
রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের নিজেদের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিয়ে দেখতে হবে। পরীক্ষার্থীরা নিজেদের ফল ডাউনলোড করে নিতে পারবেন ওই সাইটের মাধ্যমে।
এই পরীক্ষাতে মোট ৫টি বিভাগ থাকে। যার মধ্যে রিজনিং, জেনারেল অ্যাওরানেস, নিউমেরিক্যাল এবিলিটি, ইংরাজী, হিন্দি এবং কম্পিউটার ভাগ গুলি বর্তমান।
আইবিপিএস হল একটি স্বাধীন সংস্থা। যারা ১৯৭৫ সাল থেকে পারসোনাল সিলেকশন সারভিস শুরু করে। যারা সরকারী চাকরী পেতে চান তাদের জন্য IBPS CWE পরীক্ষাটি একেবারে আদর্শ।
রেজাল্ট জানার জন্য ক্লিক করুন http://www.ibps.in