নিজস্ব প্রতিবেদন: আইসিএসই ও আইএসই-র প্রথম সেমেস্টারের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা করল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন(CISCE)। ICSE ও ISC-র বোর্ডের প্রথম সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ নভেম্বর। শেষপর্যন্ত তা শুরু হচ্ছে ২২ নভেম্বর থেকে। পরীক্ষা হবে অফ লাইনে। ২২ নভেম্বর শুরু হবে আইএসসির পরীক্ষা। ২৯ নভেম্বর থেকে শুরু হবে আইসিএসই-র পরীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-WT20: Pakistan-এর বিরুদ্ধে ক্রিকেট যুদ্ধের আগে কোন বিষয় নিয়ে ফের বিরক্ত Virat Kohli?   


দশম শ্রেণির পরীক্ষা সূচি


২৯ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৩০ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ডিসেম্বর ১ কমার্সিয়াল স্টাডিজ, ডিসেম্বর ২ হিস্ট্রি অ্যান্ট সিভিকস, ডিসেম্বর ৩ হিন্দি, ডিসেম্বর ৬ ম্যাথস, ডিসেম্বর ৭ জিওগ্রাফি, ডিসেম্বর ৮ ইলেকটিভ গ্রুপ ৩, ডিসেম্বর ৯ ফিজিকস, ডিসেম্বর ১০ সেকেন্ড ল্যাঙ্গুয়োজ ও মর্ডান ল্য়াঙ্গুয়োজ, ডিসেম্বর ১৩ কেমিস্ট্রি, ডিসেম্বর ১৪ ইকোনমিকস-সংস্কৃত ও ফ্রেঞ্চ, ডিসেম্বর ১৫ বায়োলজি, ডিসেম্বর ১৬ এনভায়রন্টমেন্টাল সায়েন্স।


আরও পড়ুন-Indian Railways : ১৮ মাস পর চালু হচ্ছে প্যান্ট্রি? মিলবে 'গরমা গরম' খাবার! 


দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি


নভেম্বর ২২ ইংরেজি ২, নভেম্বর ২৩ ইংরেজি ১, নভেম্বর ২৫ ফিজিক্স ১, নভেম্বর ২৬ ইন্ডিয়ান ল্য়াঙ্গুয়েজ-মর্ডান ল্যাঙ্গুয়েজ-এনসিয়েন্ট ল্য়াঙ্গুয়েজ, নভেম্বর ২৭ ইলেকটিভ ইংলিশ-হসপিটালিটি ম্য়ানেজমেন্ট-মিউজিক, নভেম্বর ২৯ ম্যাথস, নভেম্বর ৩০ বিজনেস স্টাডিজ, ডিসেম্বর ১ সোসিওলজি, ডিসেম্বর ২ জিওগ্রাফি-জিওমেট্রিক্যাল ড্রইং, ডিসেম্বর ৩ বায়োলজি, ডিসেম্বর ৪ হোম সায়েন্স, ডিসেম্বর ৬ ইকোনমিকস, ডিসেম্বর ৭ বায়েটেকনোলজি, ডিসেম্বর ৮ ফিজিক্যাল এডুকেশন, ডিসেম্বর ৯ পলিটিক্যাল সায়েন্স, ডিসেম্বর ১০ কমার্স, ডিসেম্বর ১১ মাস মিডিয়া ও প্যাসন ডিজাইনিং, ডিসেম্বর ১৩ কেমিস্ট্রি, ডিসেম্বর ১৪ সাইকোলজি ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স, ডিসেম্বর ১৫ কমপিউটার সায়েন্স, ডিসেম্বর ১৬ হিস্ট্রি, ডিসেম্বর ১৭ এনভায়রনমেন্টাল সায়েন্স, ডিসেম্বর ২০ অ্যাকাউন্টস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)