Indian Railways : ১৮ মাস পর চালু হচ্ছে প্যান্ট্রি? মিলবে 'গরমা গরম' খাবার!
Oct 24, 2021, 10:33 AM IST
1/6
নিজস্ব প্রতিবেদন : ট্রেনে আবার মিলবে গরম গরম খাবার? ট্রেনে আবার চালু হচ্ছে প্যান্ট্রি পরিষেবা? রেল সূত্রে এমন সম্ভাবনার কথা-ই জানা গিয়েছে।
2/6
জানা গিয়েছে, সামনের সপ্তাহেই এ নিয়ে বৈঠকে বসবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই ট্রেনে প্যান্ট্রি পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
photos
TRENDING NOW
3/6
সেক্ষেত্রে দীর্ঘ ১৮ মাস পর ফের ট্রেনে চালু হতে চলেছে প্যান্ট্রি পরিষেবা। প্রসঙ্গত, কোভিডের কারণে গত বছর মার্চ থেকেই দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
4/6
এখন যেহেতু দেশের কোভিড আক্রান্তের সংখ্যা আগের থেকে কমেছে। তাই নতুন করে আবার প্যান্ট্রি পরিষেবা চালু করার কথা ভাবছে রেল। অপেক্ষা এখন রেলমন্ত্রীর অনুমোদনের।
5/6
এর পাশাপাশি, বেস কিচেন, অন-বোর্ড কিচেন চালু এবং এসি কামরায় যাত্রীদের বেড রোল, কম্বল প্রভৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে সেই বৈঠকে।
6/6
উল্লেখ্য, এখন যাত্রীদের জন্য ই-ক্যাটারিং সার্ভিস চালু রয়েছে। এক্ষেত্রে RailRestro ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে পরিষেবা পেয়ে থাকেন যাত্রীরা।