নিজস্ব প্রতিবেদন: ফের পুলওয়ামায় (Pulwama) উদ্ধার হল আইইডি (IED) বিস্ফোরক। প্রায় ৬ কেজি ওজনের ছিল ঐ বিস্ফোরকটি। সোমবার পুলিস ও নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama)  ত্রালের সাইমু এলাকা থেকে ঐ বিস্ফোরক উদ্ধার করে। পুলিসের এক শীর্ষ আধিকারিক জানান, বিস্ফোরক উদ্ধার হতেই তা নিষ্ক্রিয় করতে বম্ব ডিসপোজ্যাল স্কোয়াড (Bomb Disposal Squad) সেখানে ছুটে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে পোস্ট, সার্ভিস সেন্টারের দুষ্কর্মে কোটি টাকা গুনল Apple


আরও পড়ুন: আমি আইন মেনেই চলি, আমেরিকায় পালিয়ে নয়, চিকিৎসা করাতে এসেছি : Mehul Choksi


আরও পড়ুন: ২১ জুন থেকে সবাইকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র: Modi


প্রসঙ্গত, গত ১৫ দিন ধরে ত্রালের বিভিন্ন উপত্যকায় একাধিক বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। গত পরশু শনিবারই শ্রীনগরের (Srinagar) চানাপোড়া পুলিস পোস্টের কাছে আইইডি (IED) বিস্ফোরক মেলে। পরে তা নিষ্ক্রিয় করা হয়। তবে বারবার এমন বিস্ফোরক মেলায় তা রীতিমতো চিন্তা বাড়াচ্ছে পুলিস প্রশাসনের।    


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)