7 June 2021, 17:30 PM
২১ জুন থেকে সবাইকে বিনামূল্য টিকা দেবে কেন্দ্র। বিনামূল্যে ভ্য়াকসিন দেওয়া হবে ১৮ বছরের বয়সীদের। রাজ্য়গুলিকে আর ভ্যাকসিন কিনতে হবে না।
7 June 2021, 17:30 PM
রাজ্যগুলি টিকাকরণের আংশিক দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যগুলি তাদের দায়িত্ব পালন করছে।
7 June 2021, 17:30 PM
নাকের মাধ্যমে ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। এই ভ্যাকসিন বাজারে এলে অনেক সুবিধা হবে।
7 June 2021, 17:30 PM
টিকারণের বিষয়ে সক্রিয় রয়েছে কেন্দ্র। আরও তিনটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে।
7 June 2021, 17:15 PM
এখনও পর্যন্ত ২৩ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া গিয়েছে। বিশ্বের অনেক দেশেই এখন টিকাকরণ শুরু হয়নি।
7 June 2021, 17:15 PM
স্বদেশি ভ্যাকসিন না থাকলে পরিস্থিতি আরও খারাপ হত।
7 June 2021, 17:15 PM
ভারতের ইতিহাসে আগে কখনও অক্সিজেনের এত প্রয়োজন পড়েনি। ২ মাসে অক্সিজেনের উৎপাদন দ্বিগুণ বাড়িয়েছি।