নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের চিকিত্সকদের আন্দোলনের প্রভাব পড়তে চলেছে সারা ভারতে। দেশজুড়ে চিকিত্সকরা ধর্মঘটে সামিল হতে চলেছেন। আগামী ১৭ জুন, সোমবার দেশব্যাপী ধর্মঘট হবে বলে ঘোষণা করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এছাড়া আইএমএ-র তরফে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। শুক্রবার থেকে ওই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। টানা তিনদিন ধরে চলবে ওই প্রতিবাদ কর্মসূচি। তার মধ্যে রয়েছে, কালো ব্যাজ পরে রোগীর চিকিত্সা করা, ধরনায় বসা, মিছিলে অংশ নেওয়া।


আরও পড়ুন: এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্ত চিকিত্সক


প্রসঙ্গত, গত সোমবার রাতে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। সেই মৃত্যুকে কেন্দ্র করে ওই হাসপাতালে রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, আক্রমণকারীদের ছোড়া ইটে পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তার গুরুতর আহত হন। তিনি এখন মল্লিকবাজারে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন।


এর পর আন্দোলন শুরু করেন চিকিত্সকরা। বুধবার থেকে আউটডোর বন্ধ রেখে আন্দোলন চলছে। সেই আন্দোলনের জেরে কার্যত ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। একের পর হাসপাতালে চিকিত্সকরা পদত্যাগ করতে শুরু করেছেন।


আরও পড়ুন: দলের হয়ে কাজ করলে বখাটেদের চাকরি দেবেন মমতা


এইমস-সহ দেশজুড়ে বিভিন্ন হাসপাতালের চিকিত্সকরাও সামিল হয়েছেন কলকাতার আন্দোলনরত চিকিত্সকদের সমর্থনে। এবার সেটাই আরও বড় আকার ধারণ করতে চলেছে।


শুক্রবার ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, সোমবার হাসপাতালের বহির্বিভাগ-সহ জরুরি নয় এমন সব চিকিত্সা পরিষেবা বন্ধ রাখা হবে। ওইদিন সকাল ৬টা থেকে শুরু হবে ওই ধর্মঘট। চলবে পরবর্তী ২৪ ঘণ্টা।


আরও পড়ুন: ৬ কেজি সোনা উদ্ধার কলকাতার হোটেলে, গ্রেফতার চার


এর আগেই আইএমএ-র তরফে বিবৃতি দিয়ে এনআরএসের চিকিত্সকদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল। ওই হাসপাতালের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপর আক্রমণকে বর্বরোচিত বলেও উল্লেখ করা হয়েছিল।