মুম্বইয়ে এল ৩ টাকার সিডি প্লেয়ার, ৮ টাকার এলইডি টর্চ , ৪০০ টাকার কলিং ট্যাব

এমপিথ্রি প্লেয়ারের দাম ১.৮৩ টাকা। সিডি প্লেয়ারের দাম ৩ টাকা। এলইডি টর্চ, এলডি ব্লাভ-এর দাম ৮ টাকা। এমার্জেন্সি ল্যাম্প-এর দাম ২৫ টাকা। কলিং ট্যাব (৪ জিবি)-এর দাম ৪০০ টাকা। অবাক হচ্ছেন! অবাক হওয়ার কিছু নেই, শুল্ক বিভাগের কড়া নিয়ম না থাকলে আপনার-আমার বাড়িতে এত কম দামেই আমার জিনিস পেতে পারতাম।

Updated By: Jan 23, 2014, 01:26 PM IST

এমপিথ্রি প্লেয়ারের দাম ১.৮৩ টাকা। সিডি প্লেয়ারের দাম ৩ টাকা। এলইডি টর্চ, এলডি ব্লাভ-এর দাম ৮ টাকা। এমার্জেন্সি ল্যাম্প-এর দাম ২৫ টাকা। কলিং ট্যাব (৪ জিবি)-এর দাম ৪০০ টাকা। অবাক হচ্ছেন! অবাক হওয়ার কিছু নেই, শুল্ক বিভাগের কড়া নিয়ম না থাকলে আপনার-আমার বাড়িতে এত কম দামেই আমার জিনিস পেতে পারতাম।

চিন থেকে মুম্বইয়ে এসেছে ৩, ৬৭৩টি ইলেকট্রনিক জিনিসপত্র যাদের দাম জলের থেকেও সস্তা। কিন্তু জিনিসগুলির বহিঃশুল্ক (Customs duty) বেশ চড়া। তবে তাতে চিন থেকে আনা সেসব জিনিসের দাম জলেনর মত না হলেও বেশ সস্তাই থাকছে।

নূন্যতম ৩১ শতাংশ বহিঃশুল্ক সহ আরও বেশ কিছু শুল্ক আরোপের পর ১.৮৩ টাকার এমপিথ্রি প্লেয়ারের বাজারের দাম হয়েছে ২৩০ টাকা। ৩ টাকার সিডি প্লেয়ার বাজার থেকে কিনতে হবে ৩৩০ টাকায়। ২৫ টাকার এমার্জেন্সি ল্যাম্প-এর বাজারের দাম পড়ছে ৪৫০টাকা। ৪০০ টাকার কলিং ট্যাব (৪ জিবি)-এর বাজারী মূল্য হচ্ছে ৪২৯৯ টাকা।

তাহলে আপনি কিনতে তৈরি!

.