ওয়েব ডেস্ক: অবশেষে ভারতের হাতে আসছে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে ছোঁড়ার মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র(MRSAM)। এই ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হল ৭০ কিলোমিটার দূর থেকেই এটি ‌যে কোনও ব্যালেস্টিক মিসাইল, ফাইটার জেট, ড্রোন, নজরদারি বিমান কিংবা কমব্যাট কপ্টারকে নামিয়ে দিতে পারে। সেনাবাহিনীর হাতে এই ক্ষেপণাস্ত্র আসছে ২০২০ সাল নাগাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইজরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রিস বা আইএআইয়ের সঙ্গে ‌যৌথ উদ্যোগে এই মিসাইলটি তৈরি করবে ডিআরডিও। ভারতীয় বায়ুসেনা ও নৌবাহিনীতে বর্তমানে এই ধরনের একটি মিসাইল রয়েছে। সেটিকে ইজরায়েলের আইএসআইয়ের সঙ্গে ‌যৌথ উদ্যোগ আরও উন্নত করে তোলা হবে। খরচ হবে ১৭ হাজার কোটি টাকা।


সেনাবাহিনীর এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মাঝারি পাল্লার এই ক্ষপণাস্ত্রটি ‌যে কোনও আবহাওয়ায় কাজ করতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে ‌যুদ্ধক্ষেত্রেও এটি আকাশপথে ‌যেকোনও ধরনের হামলা রুখে দিতে সক্ষম।


উল্লেখ্য, গত মে মাসে আন্দামান নিকোবর দ্বীপে ভারত সফলভাবে পরীক্ষা করেছিল ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের। তার পরে এই ক্ষেপণাস্ত্রটি ভারতের হাতে এলে উপমহাদেশে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত।


আরও পড়ুন-শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিক্যাল কলেজে