শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিক্যাল কলেজে

Updated By: Aug 28, 2017, 01:32 PM IST
শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিক্যাল কলেজে

ওয়েব ডেস্ক: শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। মার খেলেন ডাক্তার, ইন্টার্ন এবং এক মহিলা স্বাস্থ্যকর্মী। শনিবার মেদিনীপুরের রামনগরের বাসিন্দা পায়েল বিবির ছেলে হয়। হার্টের সমস্যা থাকায় সদ্যোজাতকে SNCU-তে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতে শিশুটি মারা যায়। এরপরই চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে প্রসূতির বাড়ির লোকেরা মারমুখী হয়ে ওঠেন বলে অভিযোগ। কোতোয়ালি থানায় অভিযোগ। রোগীর পাঁচ আত্মীয়কে আটক করেছে পুলিস।

অন্যদিকে, বনগাঁ হাসপাতালে চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ। ২ মাসের শিশু পুত্রের মৃত্যু। আগে শিশুটি ভাল আছে বলে জানালেও গতকাল রাত ন-টায় হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ট্রান্সফার করতে বলে। শিশুটি পথেই মারা যায়। পরিবারের দাবি, আরও আগে ট্রান্সফার করা হলে সে বেঁচে যেত। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন কুঠিবাড়ির বাসিন্দা সঞ্জয় দাস।

জলপাইগুড়ি হত্যাকাণ্ডে ধৃত অনির্বাণের থেকে উদ্ধার হওয়া চিঠি থেকে পাওয়া গেল চমকপ্রদ তথ্য

.