জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শীতকালীন অধিবেশনে ৩ দফায় সাসপেন্ড ১৪১ জন! 'সাংসদের উপর নিপীড়ন চলছে', বললেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব। তাঁদের মতে, 'সংসদে ঘটছে, তা নজিরবিহীন'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  INDIA Alliance Meet | Mallikarjun Kharge: ইন্ডিয়া জোটের বৈঠকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী খাড়গে! বৈঠকে নাম প্রস্তাব মমতার


আর বেশি দিন নেই। সংসদের শীতকালীন অধিবেশন চলার কথা শুক্রবার পর্যন্ত। আজ, মঙ্গলবার ফের সাসপেন্ড করা হল বিরোধী সাংসদদের। এবার ৪৯ জন। তালিকায় শশী থারুর, সুপ্রিয়া সুলে, ডিম্পল যাদব, ফারুখ আবদুল্লারা। 


বিক্ষোভ-আন্দোলন চলছিল। শীতকালীন অধিবেশনে সাংসদের সাসপেনশনের তীব্র প্রতিবাদ জানিয়ে এবার প্রস্তাব পাস হল ইন্ডিয়া জোটের বৈঠকে। প্রস্তাবে উল্লেখ, 'সাংসদরা ন্যায্য দাবি তুলছিলেন যে, সংসদের হানার পর উভয় কক্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। কিন্তু  ঔদ্ধত্যের সঙ্গে সেই দাবি প্রত্যাখান করেছে মোদী সরকার। সংসদ যখন চলছে, তখন সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী'।



আরও পড়ুন: Covid 19: বড় বিপদের সংকেত কেরালায়! ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১১৫


ব্যবধান ১ দিনের। গতকাল, সোমবার সাসপেন্ড করা হয়েছিল ৭৮ জন বিরোধী সাংসদকে। লোকসভায় ৩৩ জন, আর রাজ্যসভায় ৪৫ জন। বাদ যাননি এ রাজ্য়ের তৃণমূল সাংসদরাও। লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেন স্পিকার। 


এর আগে, সংসদের হানার  পর যখন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে দাবিতে সরব হন বিরোধীরা, তখন সাসপেন্ড করা হয়েছিল ১৫ জন সাংসদকে। তাঁদের মধ্যে ১৪ জনই লোকসভা, আর ১ জন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)