INDIA Alliance Meet | Mallikarjun Kharge: ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাড়গে! বৈঠকে নাম প্রস্তাব মমতার

আর কয়েক মাস পরেই লোকসভা ভোট। চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়বে  I.N.D.I.A। মোদী সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে, আর তৃতীয়টি মুম্বইয়ে। ব্যবধান ৩ মাসের। আজ, মঙ্গলবার চতুর্থ বৈঠক হল দিল্লিতে। 

Updated By: Dec 19, 2023, 07:38 PM IST
INDIA Alliance Meet | Mallikarjun Kharge: ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাড়গে! বৈঠকে নাম প্রস্তাব মমতার

জি ২৫ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক শেষ। বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  INDIA Alliance Meet: 'সাংসদের উপর নিপীড়ন চলছে', জোট-বৈঠকে সাসপেনশন প্রসঙ্গ...

আর কয়েক মাস পরেই লোকসভা ভোট। চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়বে  I.N.D.I.A। মোদী সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে, আর তৃতীয়টি মুম্বইয়ে। ব্যবধান ৩ মাসের। আজ, মঙ্গলবার চতুর্থ বৈঠক হল দিল্লিতে। 

একা নন, অভিষেককে সঙ্গে নিয়ে এবার জোট-বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে-র নাম প্রস্তাব করেন তিনি। সেই প্রস্তাব মেনে নেয় অন্য় দলের প্রতিনিধিরা। এমনকী, কংগ্রেসের সঙ্গে যাঁর বিবাদ লেগেই থাকে, বাদ যাননি সেই অরবিন্দ কেজরিওয়ালও। খাড়গে বলেন, 'আগে তো জিতে আসি'।

এর আগে,  হিন্দি বলয়ের ৩ রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবির পর কংগ্রেসকে নিশানা করেছিলেন মমতা। তখন শীতকালীন অধিবেশন চলছিল। বিধানসভায় তিনি বলেছিলেন, 'তিন রাজ্যে হার কংগ্রেসের পরাজয়। মানুষের পরাজয় নয়। বরং বিজেপির জয় ভোট কাটাকাটির জয়। আমার বিশ্বাস ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে। আসন সমঝোতা হলে ২০২৪ সালে  বিজেপি ক্ষমতায় আসবে না। ভোট কাটাকাটির ফলে ১২ শতাংশ ভোট নষ্ট হয়েছে। ভোট পাওয়ার ফারাক মাত্র ৩ শতাংশের। বিজেপি যেখানে পেয়েছে ৪২ শতাংশ ভোট সেখানে বিরোধীরা পেয়েছে ৩৯ শতাংশ ভোট'।

আরও পড়ুন:  Pangong Tso: ভারতীয় সেনার হাতে আসবে নতুন অস্ত্র, -১৫ ডিগ্রিতেও করবে কাজ; এবার চাপে চিন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.