'কোনও আগ্রাসন হয়নি, উচিত শিক্ষা দেওয়া হয়েছে... সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে কোনও বন্ধুত্ব চায় না ভারত'

ভারতের এক ইঞ্চি জমির দিকেও চোখ তুলে তাকানোর সাহস যেন কেউ না করে!

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jun 22, 2020, 12:46 PM IST
'কোনও আগ্রাসন হয়নি, উচিত শিক্ষা দেওয়া হয়েছে... সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে কোনও বন্ধুত্ব চায় না ভারত'
সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : "ভারতীয় ভূ-খণ্ডে কোনও চিনের আগ্রাসন হয়নি। দেশের সীমান্ত কেউ লঙ্ঘন করতে পারেনি। কোনও পোস্টও দখল করেনি চিন। হ্যাঁ, আমাদের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু ভারতমাতার দিকে যাঁরা চোখ তুলে তাকানোর সাহস করেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।" সর্বদল বৈঠকে বললেন প্রধানমন্ত্রী মোদী। 

 সর্বদল বৈঠক থেকেই চিনের উদ্দেশে মোদী হুঁশিয়ারি দেন, ভারতের এক ইঞ্চি জমির দিকেও চোখ তুলে তাকানোর সাহস যেন কেউ না করে! 

মোদী বলেন, "ভারত শান্তি ও বন্ধুত্ব চায়। কিন্তু তা কখনওই ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে নয়। দেশের সার্বভৌমত্ব সবার আগে।" সর্বদল বৈঠকের শেষে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, "ভারত কখনও বাইরের শক্তির চাপের কাছে মাথা নত করেনি। আর করবেও না। দেশের সুরক্ষায় যা যা প্রয়োজন, সব করা হবে।"

মোদী বলেন, "পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। ভারতের সীমান্ত সুরক্ষায় দেশের সেনাবাহিনী সম্পূর্ণরূপে দক্ষ।"

LAC-তে সেনা মোতায়েন ও নজরদারি আগের থেকে আরও বাড়ানো হয়েছে বলে জানান মোদী। একইসঙ্গে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, "তাৎক্ষণিক জবাব দিতে তৈরি সেনা।"

আরও পড়ুন, লাদাখ সংঘর্ষ : গোয়েন্দা ব্যর্থতা নিয়ে সর্বদল বৈঠকে প্রশ্ন মমতার, সাফ খারিজ রাজনাথের

.