আপসে বাবরি বিতর্কের সমাধান না করলে দেশে গৃহ‌যুদ্ধ হবে, আশঙ্কা রবিশঙ্করের

বাবরি বিতর্কের মীমাংসার লক্ষ্যে বেশকিছু দিন ধরে সক্রিয় রবিশঙ্কর। এনিয়ে তিনি মুসলিম পার্সোন্যাল ল বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলেছেন শিয়া মুসলিম পার্সোন্যাল ল বোর্ডের সঙ্গেও। তার পরেও কোনও সমাধান সূত্র সামনে আসেনি

Updated By: Mar 6, 2018, 09:11 PM IST
আপসে বাবরি বিতর্কের সমাধান না করলে দেশে গৃহ‌যুদ্ধ হবে, আশঙ্কা রবিশঙ্করের

নিজস্ব প্রতিবেদন: বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক নিয়ে ফের সাবধানবাণী শোনালে আর্ট অব লিভিং খ্যাত শ্রী শ্রী রবিশঙ্কর। তাঁর অভিমত, আদালতের বাইরে ‌যদি আপসে বাবরি বিতর্কের সমাধান না করা ‌যায় তা হলে দেশে গৃহ‌যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বাবরি বিতর্কের মীমাংসার লক্ষ্যে বেশকিছু দিন ধরে সক্রিয় রবিশঙ্কর। এনিয়ে তিনি মুসলিম পার্সোন্যাল ল বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলেছেন শিয়া মুসলিম পার্সোন্যাল ল বোর্ডের সঙ্গেও। তার পরেও কোনও সমাধান সূত্র সামনে আসেনি।

সম্প্রতি রবি শঙ্কর একটি চিঠি লিখেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ল বোর্ডকে। সেখানেই তিনি ওই আশঙ্কার কথা লিখেছেন। রবি শঙ্করের আবেদন, ‘দুই’পক্ষকেই বিষয়টি গুরুত্ব সহকারে ভাবার আবেদন করছি। তা না হলে দেশকে একটা গৃহ‌যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে।’

আরও পড়ুন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব কুমার দেব

রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক সমাধানের ৪টি সম্ভাব্য সূত্রের কথা বলেছেন রবিশঙ্কর। প্রথমত, আদালত বিতর্কিত জমি মুসলিমদের দিতে পারে। দ্বিতীয়ত, ওই জমি হিন্দুদের দিতে পারে। তৃতীয়ত, এলাহাবাদ হাইকোর্টের রায় বহাল রেখে এক একরের মধ্যে মসজিদ ও ৬০ একরে মন্দির নির্মাণের জন্য বলতে পারে এবং চতুর্থত, মন্দির নির্মাণের জন্য সংসদে একটি বিল পাস করানো যেতে পারে। ওই চারটি পথের ‌যে কোনও একটি মেনে নিলে তার ফল মারাত্মক হবে, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে। এমনটাই অভিমত রবিশঙ্করের।

রবিশঙ্করের মত, ‌’যারা মসজিদ ভেঙেছে তাদের হাতে বিতর্কিত জমি তুলে দেওয়ার অর্থ আত্মসমর্পণ নয়। বরং এটাকে উপহার হিসেবেই নিতে পারে মুসলিমরা।’

.