Himalayan Lake: হিমালয়ে ফুঁসছে ভয়ংকর এই বিপদ, খাদের কিনারায় বহু মানুষের প্রাণ

Himalayan Lake: আয়তনে ১০ হেক্টরের থেকে বড় ২০২৮টি লেকের উপরে নজর রাখছিল কেন্দ্রীয় জল কমিশন। এদের মধ্যে ৯০২টির পরিস্থিতি খুবই বিপজ্জনক বলে মনে করা হচ্ছে

Updated By: Nov 10, 2024, 08:34 PM IST
Himalayan Lake: হিমালয়ে ফুঁসছে ভয়ংকর এই বিপদ, খাদের কিনারায় বহু মানুষের প্রাণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমালয়ে লুকিয়ে বিপদ। শুধু তাই নয়, সেই বিপদ বাড়ছে নিঃশব্দে। বিশেষ করে ভারতের জন্য। কেন্দ্রীয় জল কমিশনের এক সমীক্ষা অনুযায়ী হিমালয়ের বিভিন্ন এলাকায় যেসব প্রাকৃতিক হ্রদ বা হিমবাহ পুষ্ট হ্রদ রয়েছে তাদের আকার ধীরে ধীরে বাড়ছে। ২০১১ সালের পর থেকে এখনওপর্যন্ত ওইসব হ্রদের আয়তন বেড়েছে ১১ শতাংশ। আশঙ্কা এখানেই।

আরও পড়ুন-'অভিযুক্ত একজন-ই'! সোম থেকে শিয়ালদহ কোর্টে শুরু আরজি করকাণ্ডের বিচারপর্ব...

সেপ্টেম্বরে প্রকাশিত ওই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে হ্রদগুলির আকার বাড়ার ফলে গ্লেসিয়াল লেক আউটবাস্ট ফ্লাডের ঝুঁকি বাড়ছে। বিশ্ব উষ্ণায়ণের জন্যই এমনটা হচ্ছে বলে জানানো হয়েছে সমীক্ষায়। ফলে ভারতই শুধু নয় আতঙ্কের মধ্যে রয়েছে চিনও। সেদেশেও বহু হ্রদ রয়েছে যা হিমালয়ের বরফগলা জলে পুষ্ট।

সমীক্ষায় বলা হয়েছে ভারতের তুলনায় চিনের হ্রদগুলির আয়তন আরও দ্রুত হারে বাড়ছে। চিন ২টি হ্রদ ও ১৪টি জলাশয় বেড়েছে ৪০ শতাংশ। তারা সীমানা ছাড়িয়ে ভারতেও ঢুকে পড়তে পারে। এর ফলে গ্লেসিয়াল আউটব্রাস্টের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এরকম কিছু হলে ভারতের বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে।

আয়তনে ১০ হেক্টরের থেকে বড় ২০২৮টি লেকের উপরে নজর রাখছিল কেন্দ্রীয় জল কমিশন। এদের মধ্যে ৯০২টির পরিস্থিতি খুবই বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। সমীক্ষায় উঠে এসেছে ৫৪৪টি লেক ও ৩৫৮টি জলাশয়ের আয়তন  ১০ শতাংশের বেশি বেড়েছে গত দশ বছরে। এদের মধ্যে চিনে এই সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের দিয়ে ৬৭টি হ্রদ বিপজ্জনক হারে বাড়ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

.