২৮ বছরে ৩৮ হাজার গাছ লাগিয়ে পাঠ্যবইতে নাম উঠল ভারতের 'ট্রি ম্যান'-এর

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের থেকে টিকিট সংগ্রহ করাই তাঁর পেশা। গত ১৮ বছর ধরে এই কাজই করে চলেছেন যোগানাথন। যদিও, তাঁর এই পরিচয় খুব কম মানুষই জানেন। তাহলে কেনও হঠাত্‍, তাঁর কথা লেখা হচ্ছে?

Updated By: Jun 9, 2017, 01:55 PM IST
২৮ বছরে ৩৮ হাজার গাছ লাগিয়ে পাঠ্যবইতে নাম উঠল ভারতের 'ট্রি ম্যান'-এর
যোগানাথন (ছবি সৌজন্য : টুইটার)

ওয়েব ডেস্ক : প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের থেকে টিকিট সংগ্রহ করাই তাঁর পেশা। গত ১৮ বছর ধরে এই কাজই করে চলেছেন যোগানাথন। যদিও, তাঁর এই পরিচয় খুব কম মানুষই জানেন। তাহলে কেনও হঠাত্‍, তাঁর কথা লেখা হচ্ছে?

CBSE-র ক্লাস ফাইবের GK-তে ইতিমধ্যেই স্থান পেয়েছে যোগানাথনের নাম। গত ২৮ বছরে তামিলনাড়ু জুড়ে ৩৮ হাজার গাছ লাগিয়ে রেকর্ড গড়েছেন তিনি। পরিবেশকে সুস্থ রাখতে এই উদ্যোগ সকলের কাছে পৌঁছে দিতেই বর্তমানে তাঁর নাম বইয়ের পাতায় স্থান পেয়েছে

গত ১৮ বছর ধরে যোগানাথন তামিলনাড়ু সড়ক পরিবহনের মারুধামালাই ও গান্ধিপুরামের মধ্যে চলাচলকারী ৭০ নম্বর বাসের কন্ডাকটর। ওই রুটে চলাচলকারী যাত্রীরা সকলেই তাঁকে চেনেন। কিন্তু, এই পরিবেশ সংক্রান্ত উদ্যোগকে বর্তমানে তাঁর পেশা সূত্রে চেনা মানুষের থেকেও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে যোগানাথনকে।

আরও পড়ুন- মদ বিক্রিতে আংশিক ভাবে নিষেধাজ্ঞা তুলে নিল কেরলের বাম সরকার

.