গোয়ার ভেঙে পড়ল নৌসেনার মিগ-২৯কে ফাইটার জেট, প্রাণে বাঁচলেন ২ পাইলট

২০১৬ সালে এই মিড-২৯কে ফাইটার জেটটি নিয়ে প্রশ্ন তুলেছিল ক্যাগ

Updated By: Nov 16, 2019, 02:09 PM IST
গোয়ার ভেঙে পড়ল নৌসেনার মিগ-২৯কে ফাইটার জেট, প্রাণে বাঁচলেন ২ পাইলট

নিজস্ব প্রতিবেদন: ওড়ার পরই ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার একটি মিগ ২৯কে বিমান। গোয়ার ডাবোলিমের নৌসেনা ঘাঁটির কাছেই ওই দুর্ঘটনা ঘটে। তবে ভালো খবর হল নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বিমানের দুই পাইলট।

আরও পড়ুন-দেরি নেই, নির্ধারিত সময়েই শহরে ঢুকছে শীত

নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়ার পরই ওই ট্রেনার বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। শনিবার সকালে আইএনএস হংস থেকে বিমানটি আকাশে ওড়ে। তার পরেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে পেরেছেন ক্যাপ্টেন এম শেখান্দা ও ক্যাপ্টেন দীপক যাদব।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওড়ার পরই বিমানের ডানদিকের ইঞ্জিনে ধাক্কা মারে একটি পাখি। তার পরেই সেটি ভেঙে পড়ে। তবে কোনও জনবহুল এলাকায় সেটি ভেঙে পড়েনি। ফলে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-আজ খুলছে সবরীমালার মন্দির, আয়াপ্পা দর্শনে ‘কোর্ট অর্ডার’ আনলেই মিলবে মহিলাদের নিরাপত্তা

উল্লেখ্য, ২০১৬ সালে এই মিড-২৯কে ফাইটার জেটটি নিয়ে প্রশ্ন তুলেছিল ক্যাগ। এটির ইঞ্জিন নিয়েই প্রশ্ন তুলেছিল কম্পট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল।  

.