পাক বর্বরতার প্রতিবাদে এবার প্রথা ভাঙলো ভারতীয় সেনা!
সীমান্তে পাক বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত। বিভিন্ন সেক্টরে গোলাবর্ষণ করেই চলেছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরাও। সেনা জওয়ান মনদীপ সিংয়ের দেহ বিকৃত করার প্রতিবাদে এবার দীপাবলির আলো জ্বলেনি কুরুক্ষেত্রের গ্রামে। পাক বর্বরতার প্রতিবাদে প্রথা ভেঙে এবার ওয়াঘা ও আটারি সীমান্তে পাক রেঞ্জার্সকে মিষ্টি পাঠায়নি ভারতীয় সেনা।অশান্ত সীমান্ত। পাক বাহিনীর গুলির নিশানায় কখনও সেনা চৌকি। কখনও নিরিহ গ্রামবাসী। জঙ্গি হামলা, অনুপ্রবেশের চেষ্টা চলছে পাল্লা দিয়ে। সার্জিকাল স্ট্রাইকের জালা ভুলতে আঘাত হানতে মরিয়া পাকিস্তান। দিওয়ালিতেও বিরাম নেই। শনিবার রাত থেকে আন্তর্জাতিক সীমান্তে দফায় দফায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক বাহিনী। কখন সাম্বা, কখনও হীরানগর, কখনও কাঠুয়া, কখনও জম্মু, কখনও RS পুরা। ভারতীয় সীমান্ত লক্ষ্য করে বার বার ধেয়ে এসেছে পাক রেঞ্জার্সদের গুলি, মর্টার শেল। BSF-র পাল্টা জবাবে পিছু হটে পাক রেঞ্জার্স।
ওয়েব ডেস্ক: সীমান্তে পাক বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত। বিভিন্ন সেক্টরে গোলাবর্ষণ করেই চলেছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরাও। সেনা জওয়ান মনদীপ সিংয়ের দেহ বিকৃত করার প্রতিবাদে এবার দীপাবলির আলো জ্বলেনি কুরুক্ষেত্রের গ্রামে। পাক বর্বরতার প্রতিবাদে প্রথা ভেঙে এবার ওয়াঘা ও আটারি সীমান্তে পাক রেঞ্জার্সকে মিষ্টি পাঠায়নি ভারতীয় সেনা।অশান্ত সীমান্ত। পাক বাহিনীর গুলির নিশানায় কখনও সেনা চৌকি। কখনও নিরিহ গ্রামবাসী। জঙ্গি হামলা, অনুপ্রবেশের চেষ্টা চলছে পাল্লা দিয়ে। সার্জিকাল স্ট্রাইকের জালা ভুলতে আঘাত হানতে মরিয়া পাকিস্তান। দিওয়ালিতেও বিরাম নেই। শনিবার রাত থেকে আন্তর্জাতিক সীমান্তে দফায় দফায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক বাহিনী। কখন সাম্বা, কখনও হীরানগর, কখনও কাঠুয়া, কখনও জম্মু, কখনও RS পুরা। ভারতীয় সীমান্ত লক্ষ্য করে বার বার ধেয়ে এসেছে পাক রেঞ্জার্সদের গুলি, মর্টার শেল। BSF-র পাল্টা জবাবে পিছু হটে পাক রেঞ্জার্স।
আরও পড়ুন ৩০ অক্টোবর যে তিন কারণে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট
কুপওয়ারার জঙ্গলে লুকিয়ে রয়েছে একদল জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে সেনাবাহিনী। গোটা এলাকা ঘিরে রেখে শুরু হয় তল্লাশি। জঙ্গিদের সঙ্গে বেশ কয়েক দফা গুলির লড়াই হয় সেনাবাহিনীর। শুধু সেনা চেক পোস্টই নয়। পাক বর্বরতার হাত থেকে রেহাই পায়নি শহীদ জওয়ানের দেহ। মাছিল সেক্টরে শহীদ সেনা জওয়ান মনদ্বীপ সিংয়ের দেহ বিকৃত করে জঙ্গিরা। কুরুক্ষেত্রের ছোট্ট গ্রামে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এবার আর দিওয়ালির আলো জলেনি কুরুক্ষেত্রে। পাক বর্বরতার প্রতিবাদে দীর্ঘদিনের প্রথা ভেঙেছে বিএসএফ-ও। দিওয়ালি উপলক্ষে ওয়াগা এবং আটারি সীমান্তে এবার পাক রেঞ্জার্সকে মিষ্টি বিতরণ করেনি সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তেও সেনা-BSF ছাউনিতেও এবার দীপাবলির আমেজ উধাও। দীপ জ্বলেছে, তবে তা শহীদ জওয়ানদের স্মৃতিতেই অর্পণ করেছেন তাদের সহযোদ্ধারা।
আরও পড়ুন সিংহের ল্যাজ একা হাতে করে মুড়িয়ে দিলেন মাত্র ১৯-এর গোঁফের রেখাওয়ালা মেহেদি!