২৬/১১ নিয়ে কড়া অবস্থান, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠাল ভারত
২৬/১১ মুম্বই হানায় পাকিস্তানের রিপোর্টে খুশি নয় ভারত। তাই কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠাল ভারত। সূত্রের খবর, পাকিস্তান আধিকারিকদের সঙ্গে বৈঠকে ভারত জানতে চায় মুম্বই হানার ঘটনায় তদন্তে কতটা এগিয়েছে ইসলামাবাদ।
নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই হানায় পাকিস্তানের রিপোর্টে খুশি নয় ভারত। তাই কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠাল ভারত। সূত্রের খবর, পাকিস্তান আধিকারিকদের সঙ্গে বৈঠকে ভারত জানতে চায় মুম্বই হানার ঘটনায় তদন্তে কতটা এগিয়েছে ইসলামাবাদ।
২০০৮-এর মুম্বই হানার ঘটনায় পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত শুনানি ৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। বিচারক গরমের ছুটিতে যাওয়ায় এই বিলম্ব বলে জানানো হয়েছে। কিন্তু এই ঘটনার পরই কড়া বার্তা দিয়েছে নয়া দিল্লি।
এই নিয়ে ৭ বার শুনানি পক্রিয়া পিছিয়েছে আদালতে। লস্কর-ই-তোইবা কমান্ডার জাকির রহমান লাখবি সহ আবদুল ওয়াজিদ, মজহার ইকবাল, হামাদ আমিন সাদিক, সাহিদ জামীল রাইজ, জামিল আহমেদ এবং অনজুমকে ২৬/১১ ঘটনায় নাশকতা ও ষড়যন্ত্রে অভিযুক্ত করা হয়েছে।