সেনাপ্রধানের বয়ান নেবে সিবিআই, প্রধানমন্ত্রীকে লেখা চিঠি ফাঁসে নয়া বিতর্ক
আগামী শুক্রবার ঘুষ কাণ্ডের অভিযোগ সংক্রান্ত বিষয়ে সেনাপ্রধান বিজয়কুমার সিংয়ের বয়ান রেকর্ড করবে সিবিআই। অন্যদিকে, প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি পাঠিয়ে সেনাপ্রধান ভি কে সিং `জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে` বলে অভিযোগ করার খবর প্রকাশ্যে আসায় এদিন নতুন বিতর্ক দানা বেঁধেছে।
Updated By: Mar 28, 2012, 12:08 PM IST