ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে আগুন, সফল অবতরণে সুস্থ সকল যাত্রী
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান 6E-176। মুম্বই থেকে দিল্লিগামী বিমান থেকে হঠাত্ই ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটি। সুস্ত রয়েছেন সকল বিমানযাত্রী।
![ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে আগুন, সফল অবতরণে সুস্থ সকল যাত্রী ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে আগুন, সফল অবতরণে সুস্থ সকল যাত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/20/28285-indigofire.jpg)
ওয়েব ডেস্ক: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান 6E-176। মুম্বই থেকে দিল্লিগামী বিমান থেকে হঠাত্ই ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটি। সুস্ত রয়েছেন সকল বিমানযাত্রী।
মোট ১৪৭ জন যাত্রী, এক শিশু ও ৬ জন ক্রু ছিলেন বিমানটিতে। এটিসি টাওয়ার থেকে হঠাত্ই ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পাওয়াপ সঙ্গে সঙ্গেই সকলকে বের করে আনার নির্দেশ দেন ক্যাপ্টেন। সুস্থ অবস্থায় সকলকেই টার্মিনাস বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বের করে আনার সময় কিছু যাত্রী হালকা আহত হয়েছেন। যদিও, ইন্ডিগো সূত্রে আগুন লাগা ও জরুরি অবতরণের খবর স্বীকরা করা হয়নি।