মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার,এক ধাক্বায় মুছে গেল ৫ লক্ষ কোটি টাকা

বিএসই সেনসেক্স প্রায় ১,৬৭২ পয়েনেট নেমে দাঁড়াল ৩২ হাজার ৪৭০.২০ পয়েন্টে। এনএসই বেঞ্চমার্ক নিফটি ৪৭০.২০ পয়েন্ট নেমে দাঁড়াল ৯,৩৮৯.৭ পয়েন্টে।

Updated By: May 4, 2020, 01:38 PM IST
মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার,এক ধাক্বায় মুছে গেল ৫ লক্ষ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদন:বিশ্বব্যাপী এই মারণ অবস্থার মধ্য়ে ফের বড়সড় পতন শেয়ার বাজারে। শেয়ার বাজার থেকে মুছে গেল ৫ লক্ষ কোটি টাকা। যার জেরে সকলের কপালে ভাজ। বিএসই সেনসেক্স প্রায় ১,৬৭২ পয়েনেট নেমে দাঁড়াল ৩২ হাজার ৪৭০.২০ পয়েন্টে। এনএসই বেঞ্চমার্ক নিফটি ৪৭০.২০ পয়েন্ট নেমে দাঁড়াল ৯,৩৮৯.৭ পয়েন্টে। সব ব্যাঙ্কের  শেয়ারগুলিই সোমবার সকাল থেকেই তলানির দিকে। আরবিএল ব্যাঙ্কের শেয়ার কমেছে ৯.০৮ শতাংশ।

আরও পড়ুন:ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার সব খরচা দেবে কংগ্রেস, জানালেন সোনিয়াআইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার কমেছে ৯.০৪ শতাংশ। এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার কমেছে ৬.৬৯ শতাংশ। স্টেট ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক সহ সব ব্যাঙ্কেরই শেয়ারে আমূল পরিবর্তন দেখা গিয়েছে। নিফটি ব্যাঙ্ক সূচক প্রায় ৭.১২ শতাংশ নিচে নেমেছে। নিফটির ৫০ টি সূচকের মধ্যে ৪ টি রয়েছে সবুজ আলোয়, বাকি ৪৬ টি লাল।
লকডাউন ৩.০, চিন-আমেরিকা বানিজ্যিক সংঘাত এসবের জেরেই বাজারের এই হাল। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে সারা বিশ্বে এই মারণ ভাইরাসের জেরে বেহাল অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে বারবারই মুখ থুবড়ে পড়ছে দালাল স্ট্রিট। যার জেরে গভীর মন্দার আবহ তৈরি হচ্ছে সারা বিশ্ব জুড়ে।

.