শ্রীনির ভাগ্য নির্ধারণ আজই, ইঙ্গিত জেটলির

বিসিসিআই কার্যকারি কমিটির জরুরী বৈঠকের আগেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। সহ সভাপতি অরুণ জেটলির এই মন্তব্য এখন সরগরম ক্রিকেট রাজনীতি। বোর্ডের পাঁচ সদস্যের ইস্তাফা দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেটলি বলেন, "আজকের দিনটা অপেক্ষা করুন, উল্লেখযোগ্য কিছু গটবে।"

Updated By: Jun 1, 2013, 10:55 AM IST

বিসিসিআই কার্যকারি কমিটির জরুরী বৈঠকের আগেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। সহ সভাপতি অরুণ জেটলির এই মন্তব্য এখন সরগরম ক্রিকেট রাজনীতি। বোর্ডের পাঁচ সদস্যের ইস্তাফা দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেটলি বলেন, "আজকের দিনটা অপেক্ষা করুন, উল্লেখযোগ্য কিছু গটবে।"
শুক্রবার রাতে বিসিসিআইয়ের দুই শীর্ষ আধিকারিক, সচিব সঞ্জয় জাগদালে ও কোষাধ্যক্ষ অজয় শিরকে পদত্যাগের কথা ঘোষণা করেন। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে বোর্ড সভাপতি শ্রীনিবাসনের ওপর চাপ বাড়াতেই তাঁদের এই সিদ্ধান্ত বলে মত ওয়াকি বহাল মহলের। স্পট ফিক্সিং ইস্যুতে বোর্ডের গঠিত তিন সদস্যের তদন্ত কমিশনে ছিলেন জগদালে। শুক্রবার রাতে বোর্ড সভাপতি শ্রীনিবাসনের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন জগদালে, সিরকে।
স্পট ফিক্সিং বিতর্কে আইসিসি সতর্ক করেছে বিসিসিআইকে। বোর্ড প্রধানের জামাই বেটিং কেলেঙ্কারির মত গুরুতর ঘটনায় জড়িয়ে পড়ায় বিসিসিআইকে রীতিমত হুমকি দিয়ে চিঠি পাঠায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বোর্ড প্রধান এন শ্রীনিবাসন অবশ্য লজ্জা এড়াতে বললেন, এমন কোনও চিঠি আমরা পায়নি।

.