ইসরোর শততম অভিযানে মহাকাশ পাড়ি পিএসএলভি সি-টুয়েনটি ওয়ানের

নতুন ইতিহাসের সূচনা করল ইসরো ( ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইগেশন)। সফল হল ইসরোর শততম মহাকাশ অভিযান। রবিবার সকাল ৯ টা ৫১ মিনিটে দুটি বিদেশি কৃত্রিম উপগ্রহ সঙ্গে করে মহাকাশ পাড়ি দিল ইসরোর তৈরি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি সি-টুয়েনটি ওয়ান নামের মহাকাশযানটি। এই ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী রয়ে গেলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Updated By: Sep 9, 2012, 11:26 AM IST

নতুন ইতিহাসের সূচনা করল ইসরো ( ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইগেশন)। সফল হল ইসরোর শততম মহাকাশ অভিযান। রবিবার সকাল ৯ টা ৫১ মিনিটে দুটি বিদেশি কৃত্রিম উপগ্রহ সঙ্গে করে মহাকাশ পাড়ি দিল ইসরোর তৈরি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি সি-টুয়েনটি ওয়ান নামের মহাকাশযানটি। এই ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী রয়ে গেলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
১৯৭৫ এ মহাকাশে আর্যভট্ট উপগ্রহটির সফল উৎক্ষেপণকে সঙ্গী করে ইসরোর পথ চলা শুরু হয়েছিল। রবিবার পিএসএলভি সি-টুয়েনটি ওয়ানের হাত ধরে তা `১০০` র সীমারেখা ছুঁয়ে ফেলল। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরোর সদর দফতরে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষনা কেন্দ্র থেকে উৎক্ষেপিত হল এই মহাকাশযানটি। পিএসএলভি সি-টুয়েনটি ওয়ানেরদুটি বিদেশি উপগ্রহের মধ্যে একটি জাপানি ও অন্যটি ফরাসি।

.