নিজস্ব প্রতিবেদন : পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং খুনের ঘটনায় জগতার সিং তারাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। শনিবার চণ্ডীগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক জে এস সিন্ধু এই সাজা ঘোষণা করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



১৯৯৫ সালের ৩১ অগস্ট পঞ্জাব বিধানসভার বাইরে মানববোমা বিস্ফোরণ ঘটিয়ে খুন করা হয় রাজ্যের তত্কালীন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে। তাঁকে খুন করার জন্য মানববোমা বানানো হয় পঞ্জাব পুলিসের কর্মী দিলবর সিংকে। তদন্তে নেমে এই ঘটনার মূলচক্রী জগতার সিং তারাকে গ্রেফতার করেন গোয়েন্দারা।


 



দীর্ঘ ২৩ বছর মামলা চলার পর অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে নিজের দোষ কবুল করে জগতার। দোষ স্বীকার করে গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে আদালতে একটি চিঠি দেয় অভিযুক্ত। এরপরই শনিবার জগতারকে সাজা শোনান বিচারক।


আরও পড়ুন- নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিটা প্রতিশ্রুতিই নাটক : সোনিয়া গান্ধী