১১ বছর পর রায়, জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ৪

মানক চক ও কোতওয়ালি থানা এলাকার ওই বিস্ফোরণে সবেমিলিয়ে মোট ৮টি মামলা হয়েছিল। ঘটনার তদন্ত করছিল রাজস্থান এটিএস।

Updated By: Dec 18, 2019, 01:10 PM IST
১১ বছর পর রায়, জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ৪

নিজস্ব প্রতিবেদন: ২০০৮ সালের জয়পুর ধারাবাহিক বিস্ফোরণে জড়িত থাকায় ৪ জনেক দোষী সাব্যস্ত করল জয়পুরের বিশেষ আদালত। তাদের বিরুদ্ধে ইউএপিএ,  বিস্ফোরণ আইন ও পিডিপিপি আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে।  ধারাবাহিক ওই বিস্ফোরণে মৃত্যু হয় ৮০ জনের। মারাত্মক জখম ১৭০ জন।

আরও পড়ুন-পঞ্চসায়র ধর্ষণে অভিযুক্ত নাবালক মানসিক ভাবে 'সাবালক', পেশ মনস্তাত্ত্বিক পরীক্ষার রিপোর্ট

মানক চক ও কোতওয়ালি থানা এলাকার ওই বিস্ফোরণে সবেমিলিয়ে মোট ৮টি মামলা হয়েছিল। ঘটনার তদন্ত করছিল রাজস্থান এটিএস। তদন্ত শেষে মোট ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। তাদের মধ্যে থেকে দোষী সাব্যস্ত হল মোট ৪ জন। এরা হল মহম্মদ শাহবাজ হোসেন, মাহম্মদ সাইফ, মহম্মদ সারওয়ার ও মহম্মদ সালমান।

উল্লেখ্য,  ২০০৮ সালে জয়পুরের ওই দুই থানা এলাকায় মাত্র ১৫ মিনিটের মধ্যে একের পর এক বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে মারা যায় ৮০ জন। আহত হন ১৭০ জন।  অভিযোগের আঙুল ওঠে বাংলাদেশের জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদি ইসলামি বা হুজির দিকে।

আরও পড়ুন-রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে মুখ খুললেন কৈলাস বিজয়বর্গীয়

জয়পুরের হাওয়া মহলের কাছে একটি সাইকেলে আরডিএক্স রেখে বিস্ফোরণ ঘটানো হয়। পরে একের পর এক বিস্ফোরণ ঘটে ত্রিপলিয়া বাজার, হনুমান মন্দির, জেহরি বাজার, মানস চক, বাড়ি চৌপল ও চোটি চৌপল এলাকায়।

.