প্রজাতন্ত্র দিবসে সেবা মেডেল পাওয়ার পর দিনই সীমান্তে যুদ্ধে নিহত কর্নেল

মাত্র একদিন আগে প্রজাতন্ত্র দিবসের দিন যুদ্ধ সেবা মেডেল পান কর্নেল মুনিন্দ্র নাথ রাই। আর একদিন পরই মঙ্গলবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় হিজাবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন তিনি। ভারত সীমান্তে পড়ে রইল তাঁর ক্ষতবিক্ষত দেহ।

Updated By: Jan 28, 2015, 10:50 AM IST
প্রজাতন্ত্র দিবসে সেবা মেডেল পাওয়ার পর দিনই সীমান্তে যুদ্ধে নিহত কর্নেল

ওয়েব ডেস্ক: মাত্র একদিন আগে প্রজাতন্ত্র দিবসের দিন যুদ্ধ সেবা মেডেল পান কর্নেল মুনিন্দ্র নাথ রাই। আর একদিন পরই মঙ্গলবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় হিজাবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন তিনি। ভারত সীমান্তে পড়ে রইল তাঁর ক্ষতবিক্ষত দেহ।

পুলওয়ামা থেকে ৩৬ কিলোমিটার দূরে ত্রালের মিন্দোরা গ্রামে ৪২ রাষ্ট্রীয় রাইফেল অফিসার মুনিন্দ্র নাথের সঙ্গেই মৃত্যু হয়েছে দুই স্থানীয় সেনারও। গুরুতর জখম হয়েছে আরও এক সেনা। গতবছর কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে পরিকল্পনা ও কাজের জন্য প্রজাতন্ত্র দিবসে যুদ্ধ সেবা মেডেল পান মুনিন্দ্র নাথ। উত্তর প্রদেশের গাজিপুরে মুনিন্দ্রর বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন দুই মেয়ে, এক ছেলে।

সেনা আধিকারিকদের বক্তব্য অনুযায়ী এ দিন ৪২ রাষ্ট্রীয় রাইফেলে কমান্ডার হিসেবে যুদ্ধে নেমেছিলেন মুনিন্দ্র।

 

.