Terror attack: জম্মুতে পাকিস্তানি Drone ধ্বংস করল পুলিস, উদ্ধার বিপুল বিস্ফোরক

বড়সড় নাশকতার ছক বানচাল।      

Updated By: Jul 23, 2021, 08:15 AM IST
Terror attack: জম্মুতে পাকিস্তানি Drone ধ্বংস করল পুলিস, উদ্ধার বিপুল বিস্ফোরক

নিজস্ব প্রতিবেদন: জম্মুতে বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিস। হামলার আগেই গুলি করে নামানো হল একটি পাকিস্তানি ড্রোন। উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। 

জানা গিয়েছে, জম্মুর আখনুর সেক্টরে বৃহস্পতিবার রাতে প্রথম ড্রোনটি চোখে পরে। সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিস। ড্রোনটিকে গুলি করে নামানো হয়। দেখা যায় ড্রোনটি পাকিস্তানের এবং তাতে রয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক IED। জম্মু বায়ুসেনা ঘাঁটিতে হামলার মতোই কোনও বড়সড় নাশকতার ছকে ড্রোনটিতে বিস্ফোরক ভরে ভারতে পাঠান হয়েছিল বলে একপ্রকার নিশ্চিত সেনা ও পুলিস। 

আরও পড়ুন: বিদেশে কোভিডে প্রাণ হারিয়েছেন ৩,৫৭০ জন ভারতীয়, সবচেয়ে বেশি সৌদি আরবে : কেন্দ্র

আরও পড়ুন: Encounter: কাশ্মীরে সেনা-পুলিসের যৌথ অভিযান, খতম দুই লস্কর জঙ্গি

প্রথমে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা। এরপর উপত্যকার আকাশে দেখা যাচ্ছে একের পর এক সন্দেহজনক ড্রোন। সেনার বিভিন্ন Highly sensitive zone-এর কাছেও ধরা পড়ছে চালকবিহীন এই সমস্ত উড়ো যান। মাটির পাশাপাশি এবার উপত্যকার আকাশেও কড়া নজরদারি চালাচ্ছে সেনা। ফলে গত কয়েকদিনে বেশ কয়েকটি ড্রোনকে নষ্ট করা হয়েছে। এমনকী, দিল্লিতেও জারি হয়েছে ড্রোন হামলার সকতর্কতা। 

.