বানিহাল গাড়ি বোমা বিস্ফোরণে গ্রেফতার পিএইডি পড়ুয়া কাশ্মীরি যুবক
গ্রেফতার হওয়া পিএইডি স্কলার হিলাল আহমেদ মান্টো নিষিদ্ধ সংগঠন জামাত-ই-ইসলামির সদস্য
নিজস্ব প্রতিবেদন: গত মাসে জম্মু-শ্রীনগর হাইওয়েতে গাড়ি বোমা বিস্ফেরণে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত গ্রেফতার ৬ জন। এদের মধ্যে রয়েছে এক পিএইচডি ডিগ্রিধারী কাশ্মীরি যুবক।
Hilal Ahmad Mantoo, PhD student from Kashmir studying in Punjab was arrested last week in connection with car bomb blast in Banihal on March 30. IGP Jammu MK Sinha says 'We have almost cracked the case completely and six persons so far have been arrested' pic.twitter.com/sygu2npqSj
— ANI (@ANI) April 29, 2019
আরও পড়ুন-প্রতিবেশী যুবকের সঙ্গে মাসির সম্পর্ক, জেনে ফেলায় 'খুন' নাবালিকা
গত ৩১ মার্চ বানিহালে জওহর টানেলের কাছে একটি বড়সড় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের পরিকল্পনা করেছিল জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন। এদিন বিস্ফোরণ ঘটনা হয় একটি স্যান্ট্রো গাড়িতে। সে সময় সিআরপিএফের একটি কনভয় জওহর টানেল পার করছিল।
জম্মু-কাশ্মীর পুলিসের আইজি এম কে সিনহা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই হামলার পেছনে কারা জড়িত তা আমরা বের করে ফেলেছি। এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাক জঙ্গি মুন্না বিহারির নেতৃত্বে ওই হামলার পরিকল্পনা করেছিল জইশ ও হিজবুল জঙ্গিরা।
আরও পড়ুন-অভিযানে ইয়েতি, তার অস্তিত্বের টের পেল ভারতীয় সেনা
গ্রেফতার হওয়া পিএইডি স্কলার হিলাল আহমেদ মান্টো নিষিদ্ধ সংগঠন জামাত-ই-ইসলামির সদস্য। তাকে পঞ্জাবের ভাটিন্ডার সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাকীর হল ওয়াসিম, উমর শরিফ, আকিব শাহ, শহিদ ওয়ানি, ওয়াসি আমিন। এই ওয়াসি আমিন আবার বিবিএ-র ছাত্র। সে-ই ঘাতক স্যান্ট্রো গাড়িটি চালাচ্ছিল। গাড়িটিতে বিস্ফোরণ হওয়ার পর সে গাড়িটি থেকে লাফিয়ে পড়ে।