অপহরণের হুমকি, আতঙ্কে জরুরি অবতরণ জেট এয়ারওয়েজের বিমানের
নিজস্ব প্রতিবেদন: বিমানের টয়লেটে মিলল হুমকি চিঠি। আতঙ্কে জরুরি অবতরণ করল জেট এয়ারওয়েজের বিমান।
রবিবার রাত ২টো ৫৫ মিনিটে মুম্বই থেকে দিল্লির উদ্দেশে জেট এয়ারওয়েজের একটি বিমান আকাশে ওড়ার পরই বিমান অপহরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের শৌচালয়ে একটি চিঠি পান বিমানের এক ক্রু। সেখানে লেখা, বিমানটি অপহরণ করা হয়েছে ও বিমানে বিস্ফোরক রাখা আছে। বিমানটিতে ১১৫ যাত্রী ও ৭ ক্রু ছিলেন।
ওই চিঠি পাওয়ার পরই বিমানের পাইলট আহমেদাবাদ এটিসির সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। সেই অনুমতি মেলার পর বিমানটি(9W339) আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে। বিমানযাত্রীদের বলা হয় নিরাপত্তার কারণে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে। পরে যাত্রীদের নামিয়ে বিমানে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি।
আরও পড়ুন-
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর পাড়ায় ডেঙ্গির থাবা, আক্রান্ত গৃহবধূ