ওয়েব ডেস্ক : 'দঙ্গল গার্ল' জায়রা ওয়াসিমের নিরাপত্তার ব্যবস্থা করল জম্মু-কাশ্মীর সরকার। কাশ্মীরে মেয়েদের নিরাপত্তা নিয়ে জায়রার বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় তার বিরোধিতা শুরু করে কট্টরবাদীরা। তাতেই প্রকাশ্যে ক্ষমা চান জায়রা। পরে তাঁর টুইট মুছে ফেলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই নিয়ে দেশ জুড়ে শুরু হয় বিতর্ক। আমির খান ও অনুপম খের পাশে দাঁড়ান জায়রার। আজ মুখ খুললেন অনুরাগ কাশ্যপও। এই পরিস্থিতিতে জায়রার সবরকমের নিরাপত্তার দিকে নজর রাখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।


আরও পড়ুন, বলিউডি ছবি থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান


এবার নেগেটিভ চরিত্রে ইয়ামি গৌতম; আলিয়াকে পিছনে ফেললেন অদিতি রাও হায়দারি