টুইটার অ্যাকাউন্ট হ্যাক Nadda-র, Ukraine, Russia-র জন্য অনুদান চেয়ে পোস্ট

হ্যাক হওয়ার কিছুক্ষন পরেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়

Updated By: Feb 27, 2022, 01:05 PM IST
টুইটার অ্যাকাউন্ট হ্যাক Nadda-র, Ukraine, Russia-র জন্য অনুদান চেয়ে পোস্ট
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রবিবার সকালে ভারতীয় জনতা পার্টি (BJP)-র জাতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। রবিবার সকালে ইউক্রেন (Ukraine) এবং রাশিয়ার (Russia) জন্য ক্রিপ্টোকারেন্সিতে অনুদান দেওয়ার জন্য একটি টুইট পোস্ট করা হয়েছিল।

টুইটে লেখা হয়, "ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ান। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করা হচ্ছে। বিটকয়েন এবং ইথেরিয়াম।"

অন্য একটি টুইটে বলা হয়েছে, "আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি। সমস্ত অনুদান ইউক্রেন সরকারের কাছে যাবে।"

কয়েক মিনিট পরে, ইউক্রেনীয়দের জন্য টুইটগুলি মুছে ফেলা হয় কিন্তু রাশিয়ানদের জন্য অনুদান চেয়ে জন্য আবার পোস্ট করা হয়।

আরও পড়ুন: Mann Ki Baat: 'Vocal for Local'-এর পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী মোদীর

টুইটে বলা হয়, "রাশিয়ার জনগণের পাশে দাঁড়ান। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করছি। বিটকয়েন এবং ইথেরিয়াম।"

যদিও সব টুইট পরে মুছে ফেলা হয়। হ্যাক হওয়ার কিছুক্ষন পরেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.