কনের শাড়ি কম দামি, বিয়ে ভেঙে দিল বরের পরিবার
ওই ঘটনায় থানা পুলিস হয়েছে রঘুর নামে। হাসানের পুলিস সুপার শ্রীনিবাস গৌড়া সংবাদমাধ্যমে বলেন, রঘুকুমারের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: সাধারণত পণের কারণে বিয়ে ভাঙার খবর পাওয়া যায়। তবে কর্ণাটকের হাসানে একেবারে শেষ মুহূর্ত বিয়ে ভেঙে গেল আজব এক কারণে। শুধু তাই নয়, বিয়ের আগেই বেপাত্তা হয়ে গেল বর।
আরও পড়ুন-শীতের বিদায় বেলায় কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
হাসানের পাশের এক গ্রামের বাসিন্দা বি এন রঘুকুমার। প্রেমে পড়েছিলেন বি আর সঙ্গীতা নামে এক তরুণীর। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের ঠিক হয়। বৃহস্পতিবার ছিল বিয়ের দিন। কিন্তু তার আগেই পরিবারের লোকের নির্দেশে বাড়ি থেকে সরে পড়ে রঘু।
বিয়ের আগে এক অনুষ্ঠানে যে শাড়ি পড়ে সঙ্গীতা এসেছিলেন তা বদল করতে বলে রঘুকুমারের পরিবার। তাদের দাবি ওই শাড়িটি ছিল একেবারে কম দামি। সেই কথা শোনেনি মেয়ের পরিবার। তাতেই বিয়েতে বেঁকে বসে রঘুকুমারের পরিবার। বিয়ের আগের দিনেই বাড়ি থেকে পালিয়ে যান রঘু।
আরও পড়ুন-চড় মারতে আপ সমর্থকের দিকে তেড়ে গেলেন কংগ্রেসের অলকা লাম্বা, ধুন্ধুমার দিল্লির এক বুথে
এদিকে, ওই ঘটনায় থানা পুলিস হয়েছে রঘুর নামে। হাসানের পুলিস সুপার শ্রীনিবাস গৌড়া সংবাদমাধ্যমে বলেন, রঘুকুমারের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ করা হয়েছে।