Kashmiri Migrants: কাশ্মীরি উদ্বাস্তুদের সম্পত্তি ফিরিয়ে দেবে সরকার, সংসদের ঘোষণা কেন্দ্রের
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এদিন বলেন, জম্মু ও কাশ্মীরে ৫১,০০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে জঙ্গি উপদ্রবে ঘর ছাড়তে হয়েছে বহু কাশ্মীরি পণ্ডিতকে। জম্মু, দিল্লি-সহ দেশের একাধিক শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাঁরা। এদের অধিকাংশকেই তাদের ঘরে ফেরাতে পারেনি কেন্দ্র। তবে বুধবার সরকার জানিয়ে দিল, কাশ্মীরি উদ্বাস্তুদের সম্পত্তি উদ্ধার করতে সক্ষম কেন্দ্র সরকার। সেই কাজ শুরু হয়েছে।
বুধবার রাজ্যসভায় ওই কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। জিরো আওয়ারে এক প্রশ্নের উত্তরে রাই বলেন, কাশ্মীরে ৬১০ জন তাঁদের সম্পত্তি ফেরত চেয়ে আবেদন করেছিলেন। তাদের সম্পত্তি ফেরত দেওয়া হয়েছে। উদ্বাস্তুদের সম্পত্তির রক্ষক জেলাশাসকরা। উত্বাস্তুদের অভিযোগ শুনতে একটি পোর্টাল খোলা হয়েছে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে সম্পত্তি ফেরত পাবেন অভিযোগকারীরা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এদিন বলেন, জম্মু ও কাশ্মীরে ৫১,০০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এতে সাড়ে চার লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে তৈরি হয়ে গিয়েছে ১৩টি নতুন রাস্তা। এতে যোগাযোগ ব্যবস্থায় গতি এসেছে। ২০১৯ সালের আগে জম্মু ও কাশ্মীরে যেখানে রোজ গড়ে ৬.৫৪ কিলোমিটার রাস্তা তৈরি হত সেখানে রোজ তৈরি হচ্ছে ২০.৬৮ কিলোমিটার রাস্তা।
আরও পড়ুন-Hijab Row: কর্ণাটকের হিজাব-কন্যার ভূয়ষী প্রশংসা আল কায়দা প্রধানের মুখে