কেরলে লাল ঝড় অব্যাহত, একটাও আসন জিততে পারল না গেরুয়া শিবির

শুক্রবার ছিল কেরলের ৩০টি পঞ্চায়েত আসনের ভোটগণনা। এর মধ্যে বামেদের দখলে এসেছে ১৬টি আসন। ১২টি আসন দখল করেছে ইউডিএফ। অন্যান্যরা দখল করেছে ২টি আসন। 

Updated By: Feb 17, 2019, 04:24 PM IST
কেরলে লাল ঝড় অব্যাহত, একটাও আসন জিততে পারল না গেরুয়া শিবির

নিজস্ব প্রতিবেদন: কেরলে পঞ্চায়েত উপ-নির্বাচনে নিজেদের আধিপত্য ধরে রাখল ক্ষমতাসীন এলডিএফ। শুক্রবার ফল বেরোলে দেখা যায় অধিকাংশ আসনে জিতেছেন বাম প্রার্থীরাই। তবে কড়া টক্কর দিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। সবরীমালা প্রতিবাদের পর আশায় বুক বাঁধলেও দক্ষিণের এই রাজ্য থেকে বিজেপিকে এবারও ফিরতে হয়েছে খালি হাতেই। 

শুক্রবার ছিল কেরলের ৩০টি পঞ্চায়েত আসনের ভোটগণনা। এর মধ্যে বামেদের দখলে এসেছে ১৬টি আসন। ১২টি আসন দখল করেছে ইউডিএফ। অন্যান্যরা দখল করেছে ২টি আসন। 

গত মাসে সবরীমালা আন্দোলনকে কেন্দ্র করে কেরলে আশায় বুক বেঁধেছিল বিজেপি। সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার দিতে হবে, গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেরল জুড়ে আন্দোলনে নামে গেরুয়া সংগঠনগুলি। আশা ছিল সেই আন্দোলনের ফসল ঘরে তুলতে পারবে বিজেপি। কিন্তু এবারও কোনও আসন দখল করতে পারেনি তারা।   

.