কোসি নদীর প্লাবনে বিহারে বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি করল কেন্দ্র সরকার

২০০৮ সালে মহাপ্লাবনের আশঙ্কা উসকে দিল নেপালের সাম্প্রতিক ধস। এই ধসের ফলে কোসি নদীর উপর কৃত্রিম বাঁধ তৈরি হয়েছে। এর ফলে বিহারের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Updated By: Aug 2, 2014, 09:30 PM IST
কোসি নদীর প্লাবনে বিহারে বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি করল কেন্দ্র সরকার

নিউ দিল্লি: ২০০৮ সালে মহাপ্লাবনের আশঙ্কা উসকে দিল নেপালের সাম্প্রতিক ধস। এই ধসের ফলে কোসি নদীর উপর কৃত্রিম বাঁধ তৈরি হয়েছে। এর ফলে বিহারের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কৃত্রিম বাঁধটিতে ২০-২৭ কিউসেক জল জমা হয়েছে। কেন্দ্রীয় সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সুপালের ২২টি পঞ্চায়েত ও অনান্য সাতটি জেলা থেকে ইতিমধ্যে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা ফোর্সের আটটি দল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের চারটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে।

পশ্চিমবঙ্গ থেকেও জাতীয় মোকাবিলা ফোর্সের সাতটি দল প্রস্তুত হচ্ছে।

এর আগে জানা গিয়েছিল নেপাল সরকার ধীর গতিতে, কম পরিমাণে কৃত্রিম বাঁধটি থেকে জল নিষ্ক্রমণ করবে।  কিন্তু নেপাল পার্শ্ববর্তী বিহারের বিস্তীর্ণ অঞ্চলের এর ফলে ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল।

 

 

.