লঙ্কাকাণ্ড বৃথা হওয়ায় ব্যথিত রাজাগোপালের রাজনীতি থেকে সন্ন্যাস
সংসদে লঙ্কাকাণ্ড বাঁধিয়েও লাভ হয়নি। গতকাল লোকসভায় পাস হয়ে গেছে তেলেঙ্গানা বিল। এবার তাই মনের দুঃখে রাজনীতিকেই বিদায় জানিয়ে বসলেন লাগাদাপতি রাজাগোপাল। গতকাল সংসদে তেলেঙ্গানা বিল পাসের পরই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি।
সংসদে লঙ্কাকাণ্ড বাঁধিয়েও লাভ হয়নি। গতকাল লোকসভায় পাস হয়ে গেছে তেলেঙ্গানা বিল। এবার তাই মনের দুঃখে রাজনীতিকেই বিদায় জানিয়ে বসলেন লাগাদাপতি রাজাগোপাল। গতকাল সংসদে তেলেঙ্গানা বিল পাসের পরই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি।
পরে বলেন, তেলেগু ভাষাভাষীদের মধ্যে যেভাবে বিভাজন করা হল, তাতে তিনি ব্যথিত। রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। গত সপ্তাহে লোকসভায় তেলেঙ্গানা বিল পেশের দিন পেপার স্প্রে ব্যবহারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনার জেরে তাঁকে সাসপেন্ডও হতে হয়। পরে সীমান্ধ্রের সাংসদ যুক্তি দেন, নিজেকে বাঁচাতেই সেদিন পেপার স্প্রে ব্যবহার করেছিলেন তিনি।
প্রসঙ্গত, গতকাল নজিরবিহীনভাবে তেলেঙ্গানা বিল পাস হয় লোকসভায়। কক্ষের দরজা বন্ধ করে, মার্শাল ডেকে বিল পাসের তোড়জোড় চলে। বন্ধ করে দেওয়া হয় লোকসভা টিভির সম্প্রচার। এরই মধ্যে ধ্বনি ভোটে পাস হয় তেলেঙ্গানা বিল। গণতন্ত্রের কালো দিন আখ্যা দিয়েছে টিডিপি। বিল পাস হলেও, গণতন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দীনেশ ত্রিবেদী।
গত সপ্তাহেই তেলেঙ্গানা বিল পেশ ঘিরে বেনজির ঘটনার সাক্ষী ছিল সংসদ। কলঙ্কিত হয়েছিল গণতন্ত্র। মরিচ কাণ্ডের জেরে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন সাংসদ। এমনকী কক্ষের ভিতরেই ছুরি বের করার অভিযোগও ওঠে এক সাংসদের বিরুদ্ধে।
তেলেঙ্গানা বিল পাসও হল নজিরবিহীনভাবে। মঙ্গলবার সকাল থেকে বিল পাস করাতে মরিয়া ছিল কংগ্রেস। বিল পাস আটকাতে সক্রিয় হন সীমান্ধ্রের সাংসদরা। সকালেই সংসদের গেটে আটকে সার দাঁড়িয়ে পড়ে সীমান্ধ্রের সাংসদের একগাদা গাড়ি। অগত্যা পায়ে হেটেই সংসদে ঢোকেন সাংসদরা।
অধিবেশন শুরু হতেই হইহট্টগোল। বেলা বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি ।
দুপুর ১২টার পর অধিবেশন বসতেই ফের তুমুল হইহল্লা। অধিবেশন মুলতুবি করেন স্পিকার।
বিকেল তিনটের সময় একই ছবি। লোকসভার অধিবেশন শুরু হওয়া মাত্রই বাকবিতণ্ডার জেরে তিনটে পর্যন্ত অধিবেশন স্থগিত করে দেন স্পিকার। এরপর লোকসভার অধিবেশন শুরু হতেই সীমান্ধ্রের এমপিরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।