আচমকাই ধস, প্রাণ হাতে নিয়ে ছুটলেন মানুষ, দেখুন ভিডিও
Updated By: Sep 12, 2017, 09:56 AM IST
![আচমকাই ধস, প্রাণ হাতে নিয়ে ছুটলেন মানুষ, দেখুন ভিডিও আচমকাই ধস, প্রাণ হাতে নিয়ে ছুটলেন মানুষ, দেখুন ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/12/93375-lanslide.jpg)
ওয়েব ডেস্ক : ফের ধস নামল উত্তরাখন্ডে। ঘটনাস্থল এবার উত্তরাখন্ডের চম্পাওয়াত। আচমকা ধসের জেরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধস নামতেই সেখান থেকে প্রাণ হাতে নিয়ে ছুটতে শুরু করেন স্থানীয়রা। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই চম্পাওয়াতের একটি অংশে পাহাড়ের ঢাল বেয়ে হুড়মুড়িয়ে ধস নামতে শুরু করে। সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান স্থানীয়রা। তবে ঘটনাস্থলে হাজির বেশ কয়েকজন ওই ঘটনার রেকর্ডিং করলে, তা ছড়িয়ে পড়ে। দেখুন সেই ভিডিও..
#WATCH: Landslide in Uttarakhand's Champawat. pic.twitter.com/mKQMJ5ZXcu
— ANI (@ANI) September 11, 2017