আম্মা নিজের পালিত পুত্রের বিয়েতে কত কোটি টাকা খরচ করেছিলেন, জানেন?
১ লাখ ৫০ হাজার অতিথি। ৫০ একর জমি নিয়ে তৈরি বিয়ের মণ্ডপ। তামিলনাড়ুর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয়া জয়রাম জয়ললিতা সেসময় (সাল ১৯৯৫, ৭ সেপ্টেম্বর) নিজের পালিত পুত্রের বিয়েতে খরচ করেছিলেন ৭৫ কোটি টাকা। আজ থেকে দুই দশক আগে ৭৫ কোটি টাকার বিয়ে যে কেবল একটা ফ্যাক্টর শুধু তাই নয়, বলা যায় গ্র্যান্ড সেলিব্রেশন। তথ্য বলছে ৫০ একর নিয়ে তৈরি হওয়া বিয়ের মণ্ডপ সাজাতেই খরচ হয়েছিল ১ কোটি ৫০ লাখ টাকা। মাদ্রাসের এই বিয়ের কথা এখনও লোক মুখে ঘুরে বেড়ায়। আরও পড়ুন- জয়ললিতাকে কেন সমাধীস্থ করা হল?
![আম্মা নিজের পালিত পুত্রের বিয়েতে কত কোটি টাকা খরচ করেছিলেন, জানেন? আম্মা নিজের পালিত পুত্রের বিয়েতে কত কোটি টাকা খরচ করেছিলেন, জানেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/07/72325-tamil-wedding.jpg)
ওয়েব ডেস্ক: ১ লাখ ৫০ হাজার অতিথি। ৫০ একর জমি নিয়ে তৈরি বিয়ের মণ্ডপ। তামিলনাড়ুর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয়া জয়রাম জয়ললিতা সেসময় (সাল ১৯৯৫, ৭ সেপ্টেম্বর) নিজের পালিত পুত্রের বিয়েতে খরচ করেছিলেন ৭৫ কোটি টাকা। আজ থেকে দুই দশক আগে ৭৫ কোটি টাকার বিয়ে যে কেবল একটা ফ্যাক্টর শুধু তাই নয়, বলা যায় গ্র্যান্ড সেলিব্রেশন। তথ্য বলছে ৫০ একর নিয়ে তৈরি হওয়া বিয়ের মণ্ডপ সাজাতেই খরচ হয়েছিল ১ কোটি ৫০ লাখ টাকা। মাদ্রাসের এই বিয়ের কথা এখনও লোক মুখে ঘুরে বেড়ায়। আরও পড়ুন- জয়ললিতাকে কেন সমাধীস্থ করা হল?