ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের মিরুত, আর্মি হাসপাতালে চিতা বাঘের হামলা, ধরা পড়ল ক্যামেরায়।
 
চিতাবাঘ ধরতে ফাঁদ, কিন্তু চিতার অতর্কিত হামলায় আহত যুবক। হাসপাতালের ভিতরে চিতাবাঘ আছে, তাঁকে ধরতে পাতা হয়েছে ফাঁদ। বন দফতর সহ আর্মি হাসপাতালের রক্ষীরা মিলে প্রচেষ্টা করছে চিতাকে জালবন্দি করার। হাসপাতাল চত্বরে চিতার চলন গমন দেখতে ব্যস্ত কিছু যুবক। হঠাৎ চিতার হামলা। একেবারে লাফ। অঘটন ঘটার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় আরও অনেকে। লাঠিসোটা নিয়ে তাড়া করতেই ফের বিল্ডিংয়ের ভিতর পালিয়ে যায় চিতা। এই পুরো ঘটনাই ধরা পড়েছে ক্যামেরায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে ৪ এপ্রিল মথুরা জেলার কারনাউ গ্রামে চিতার আক্রমণে আহত হন ৪ জন গ্রামবাসী।


এবছরের ফেব্রুয়ারি মাসেই এমন আরও এক ঘটনার সম্মুখীন হয়েছিল বেঙ্গালুরু। সেখানে স্কুল চত্বরে ঢুকে পড়েছিল চিতা। একদিনের অবিশ্রান্ত চেষ্টার পর স্কুল থেকে উদ্ধার করা হয়েছে চিতাকে।