"রাস্তায় পুলিসি টহল দিচ্ছে চিতা বাঘ!"দেখুন সেই চোখ ধাঁধানো ভিডিয়ো
উত্তরাখণ্ডের এই রোমহর্ষক ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নিজস্ব প্রতিবেদন: একটি চিতা বাঘ থানার সামনে গরুর পালকে তাড়া করে নিয়ে যাচ্ছে। উত্তরাখণ্ডের এই রোমহর্ষক ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দেবপ্রয়াগের একটি থানার বাইরের এই ঘটনার ভিডিয়ো টুইট করেছেন বন্য আধিকারিক ভৈভব সিং। ভিডিয়োয় দেখা যাচ্ছে গরুর পাল হুড়মুড়িয়ে ছুটে যাচ্ছে। পরক্ষণেই মিলেছে আসল কারণ, সেটি হলো চিতা বাঘের তাড়া। সিসিটিভি ফুটেজে এ-ও দেখতে মিলেছে থানা থেকে এক ব্যক্তি বাইরে বেরিয়ে এসে পরক্ষণেই ভয়ে ফের ঢুকে যাচ্ছেন থানায়। আইএফএস ভৈভব সিং লিখেছেন, "দেবপ্রয়াগের রাস্তার পুলিসের কাজ করছে চিতা।"
#Leopard policing the streets of #Devprayag ! Video captured by CCTV of Police Station Devprayag !! @vidyathreya @Koko__Rose @uttarakhandcops #Livingwithleopards !! pic.twitter.com/slLgPExUYZ
— Vaibhav Singh,IFS (@VaibhavSinghIFS) July 23, 2020
আরও পড়ুন: ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন এই সবজি বিক্রেতা, পকেটে আবার পিএইচডি ডিগ্রি!
আইএফএস সুশান্ত নন্দও ওই ফুটেজটি শেয়ার করে লিখেছেন, দেবপ্রয়াগের রাস্তায় নতুন পুলিস। উত্তরাখণ্ড হলো চিতাবাঘের বড় একটি আস্তানা। এ মাসেই আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল যেখানে নৈনিতালের একটি বাড়িতে ঢুকে কুকুরকে হামলা করেছিল একটি চিতা।
#WATCH Uttarakhand: A leopard entered a house, attacked and killed a dog & took it away last night in Tallital. pic.twitter.com/xX2tf4KYMt
— ANI (@ANI) July 19, 2020
ভারতীয় চিতা IUCN এর লাল তালিকাভুক্ত একটি প্রাণী। চাষের জমি বৃদ্ধির জন্যই আশ্রয়হীন হয়ে সংখ্যা কমছে এই প্রজাতির।