বিড়াল-কুকুর নয়, ঘরে ঢুকে বসে চিতাবাঘ!
ঘরে বাঘমামা। আর তাই দেখে চক্ষু চড়কগাছ বাসিন্দাদের। গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোড়ায়। স্থানীয় এক বাসিন্দার বাড়ির ভিতর ঢুকে পড়ে একটি চিতাবাঘ। আতঙ্কে হুলুস্থুল পড়ে যায় এলাকায়। পরে খবরে পেয়ে ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে ধরে নিয়ে যান বনদফতরের কর্মীরা।
ওয়েব ডেস্ক: ঘরে বাঘমামা। আর তাই দেখে চক্ষু চড়কগাছ বাসিন্দাদের। গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোড়ায়। স্থানীয় এক বাসিন্দার বাড়ির ভিতর ঢুকে পড়ে একটি চিতাবাঘ। আতঙ্কে হুলুস্থুল পড়ে যায় এলাকায়। পরে খবরে পেয়ে ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে ধরে নিয়ে যান বনদফতরের কর্মীরা।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি জঙ্গল লাগোয়া এই এলাকায় মাঝেমধ্যেই বাড়িতে ঢুকে পড়ে চিতাবাঘ। চিতাবাঘের ভয়ে রাতে ভাল ঘুম হয় না বলেও স্থানীয় মানুষরা জানালেন।
ঘরের ভিতর বাঘ দেখে অবাক কুন্তি দেবী নামের সেই মহিলা। প্রথমে তিনি সেই ওই চিতাবাঘ একটা কুকুরের সঙ্গে ঘরের গোয়ালে ঢুকতে দেখেন। কিন্তু তখনো বুঝতে পারেননি কুকুরের সঙ্গে প্রাণীটা আসলে কেউ না স্বয়ং চিতাবাঘ।