COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ওয়েব ডেস্ক: একেবারে যেন যমে-মানুষে টানাটানি। টানটান তিন ঘণ্টার এক থ্রিলার। সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। আজ ভোরে গুরগাঁওয়ের এক ঘরের খাটিয়ার নিচে হঠাত্‍ নজরে পড়ে এক চিতাবাঘকে। মানুষের আতঙ্কের চিত্‍কারে চিতাটি এক ঘর থেকে অন্য ঘরে ছুটতে থাকে। চিতার ভয়ে গোটা গ্রামের মানুষ ঘরবন্দি করে ফেলে। অন্যদিকে, মানুষের ঘরে বন্দি চিতাটিও। মোবাইলের যুগে এই খবর একেবারে বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ে।



প্রায় হাজার-দেড় হাজার মানুষ চিতা বাঘটিকে দেখতে ছুটে আসেন। মানুষও সাহস পেয়ে যায়। বাঁশ, লাঠি, কুড়ুল নিয়ে মানুষ চিতাটিকে ধরতে আসরে নামে। বাঁশ, ঢিল ছোঁড়া শুরু হয় চিতাটির দিকে। এদিকে, চিতাটিও বারবার খোঁচা খেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। মানুষের দিকে তেড়ে পাঁচিলের ওপর উঠে যায় চিতাটি। তবে তিন ঘণ্টার টানটান লড়াইয়ের পর চিতাটিকে শেষ অবধি মেরে ফেলে গ্রামবাসীরা।


আরও পড়ুন- নোটের ধাক্কায়, ওল্ড ইজ বোল্ড


প্রথমে জালে ধরার পর চিতাটিকে লাঠিপেটা করে মেরে ফেলা হয়। পুলিস, বনকর্মীদের উপস্থিতিতেই পুরো ঘটনাটি ঘটে। তবে পুলিস-বনকর্মীরা এত পরে ঘটনাস্থলে আসেন যে পুরো ঘটনায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ৯ জন গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। দুই ব্যক্তির হাত সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে।