** ডিজিটাল পেমেন্টে আরও গুরুত্ব দিচ্ছে সরকার। নগদে আদানপ্রদানে লেভি চাপাবে কেন্দ্র। অর্থমন্ত্রী জানান, বছরে ব্যাঙ্ক থেকে এক কোটি টাকার বেশি তোলার ক্ষেত্রে টিডিএস-র ২ শতাংশ লেভি চার্জ করা হবে।
** এক টাকা করে সেস বসছে পেট্রল ও ডিজেলে
** জিএসটি সংক্রান্ত বিতর্কে যত টাকা আটকে রয়েছে তার সমাধান করতে চেষ্টা করবে সরকার।
** সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি।
** ইলেকট্রিক যানবাহনের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়া হল।
** পাম তেল সহ অন্যান্য জিনিস যা আগে আমদানি করা হতো কিন্তু এখন দেশে তৈরি হয় তার ওপর করছাড় তুলে নেওয়া হল।
** বিদেশ থেকে আমদানি করা অস্ত্রের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়।
** ২ লাখ টাকা থেকে আয়কর ছাড় বেড়ে ৩.৫ লক্ষ টাকা।
** ৫ লাখ টাকা পর্যন্ত আয়ে কর লাগবে না।
** জিএসটি লাগু হওয়ার ফলে অর্থনীতিতে বড় পরিবর্তন হয়েছে।
** ২-৫ কোটি টাকা পর্যন্ত কর দিতে হলে ২-৩ শতাংশ সারচার্জ দিতে হবে।
** ৪৫ লাখ টাকা পর্যন্ত গৃহঋণে করছাড়।