নিজস্ব প্রতিবেদন: লকডাউনে তুলকালাম তেলঙ্গানার আইআইটি হায়দরাবাদ ক্যাম্পাস। বেতন না পেয়ে সেখানে নির্মীয়মান একটি ভবনের কর্মীর হামলা চালাল কোম্পানির আধিকারিকদের ওপরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তিন সপ্তাহেই বন্ধুত্ব শেষ! নরেন্দ্র মোদিকে 'আনফলো' করল হোয়াইট হাউস


উল্লেখ্য, তেলঙ্গানার সঙ্গারেড্ডি জেলায় তৈরি হচ্ছে আইআইটি হায়দরাবাদ ভবনের নির্মাণকাজ। কাজটি করছে এল অ্যান্ড টি কোন্পানি। অভিযোগ, গত ২ মাস ধরে ঠিকমতো বেতন পাননি মধ্যপ্রদেশ ও  বিহার থেকে আসা প্রায় ২৬০০ শ্রমিক। লডাউনের মধ্যে বুধবার তাদের ধৈর্যের বাঁধ ভাঙে।


বুধবার সকালে কোম্পানির আধিকারিকরা ওইসব শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন। এতেই আগুনে ঘি পড়ে। কর্মীরা দাবি করতে থাকেন, বকেয়া বেতন দিন, ছেলেমেয়েয়েদের খাওয়াতে পারছি না। বাড়ি যাব। মারমুখি জনতা ওইসব আধিকারিকদের ওপরে হামলা চালায়। বাধ্য হয়ে তাঁরা পুলিসে খবর দেন। পুলিসের গাড়িতেও হামলা চালায় কর্মীরা।


আরও পড়ুন-Live: রাজ্যে করোনায় চিকিৎসাধীন ৫২২, মৃত বেড়ে ২২ | দেশে সক্রিয় আক্রান্ত ২২,৬২৯ মৃত ১০০৭


পুলিসের মধ্যস্থতায় কিছুটা শান্ত হয় শ্রমিকরা। নির্মাণ সংস্থা কর্মীদের বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে পুলিস ওইসব শ্রমিকদের জানিয়ে দেয়, তেলঙ্গানা থেকে ছেড়ে দেওয় হলেও বিহার বা মধ্যপ্রদেশ তাদের ঢুকতে দেবে না।