আজ রাজ্যসভায় পেশ লোকপাল বিল

আজই রাজ্যসভায় পেশ হবে বহু বিতর্কিত লোকপাল বিল নিয়ে সিলেক্ট কমিটির রিপোর্ট। রিপোর্টে মূল বিল থেকে বিভিন্ন রাজ্যে লোকায়ুক্ত গঠনের বিষয়টি আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গতবছর লোকসভায় সর্বসম্মতভাবে পাশ হয় লোকপাল বিল। এরপর সেটি রাজ্যসভায় পেশ হলে, বেশ কয়েকটি ক্ষেত্রে আপত্তি জানান বিরোধীরা।  ফলে বাধ্য হয়েই লোকপাল বিলটিকে পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠায় সরকার।

Updated By: Nov 23, 2012, 09:50 AM IST

আজই রাজ্যসভায় পেশ হবে বহু বিতর্কিত লোকপাল বিল নিয়ে সিলেক্ট কমিটির রিপোর্ট। রিপোর্টে মূল বিল থেকে বিভিন্ন রাজ্যে লোকায়ুক্ত গঠনের বিষয়টি আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গতবছর লোকসভায় সর্বসম্মতভাবে পাশ হয় লোকপাল বিল। এরপর সেটি রাজ্যসভায় পেশ হলে, বেশ কয়েকটি ক্ষেত্রে আপত্তি জানান বিরোধীরা।  ফলে বাধ্য হয়েই লোকপাল বিলটিকে পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠায় সরকার।
সংসদের বাদল অধিবেশনেই সত্যব্রত চতুর্বেদীর নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির রিপোর্ট পেশ করার কথা ছিল। অবশেষে আজ রাজ্যসভায় সিলেক্ট কমিটির রিপোর্ট পেশ করবে সরকার। জানা গিয়েছে সিলেক্ট কমিটি লোকপাল বিলে খুব বেশি পরিবর্তনের প্রস্তাব দেয়নি। বিরোধীরা, মূলত আন্না হাজারে শিবির প্রধানমন্ত্রীকেও বিলের আওতায় আনার দাবি জানালেও, আপাতত তাঁকে লোকপালের আওতার বাইরেই রাখা হয়েছে। এমনকি লোকপাল ইস্যুতে সংরক্ষণের বিষটিও অপরিবর্তীতই রেখেছে সিলেক্ট কমিটি। রাজ্যসভায় সংশোধিত বিল পাশ হলে, সেটি ফের যাবে লোকসভায়।

.