নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের আগে 'ধমাকা' প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন, ক্ষমতায় আসলে দেশের গরিব মানুষকে ৭২ হাজার টাকা বছরে দেবে সরকার। এতে উপকৃত হবেন দেশের ২৫ কোটি মানুষ। 

বছরে ৭২ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী দাবি করেছিলেন, যাঁদের মাসিক আয় ১২ হাজার টাকার নীচে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মাসে ৬ হাজার টাকা আয় হলে বাকি টাকা অর্থাত্ টপআপ দেবে সরকার। মানে বছরে ৭২ হাজার টাকার খয়রাতি। তারপরই আবার কংগ্রেসের মুখপাত্র রণজিত্ সুরজেওয়ালা মন্তব্য করেন, এটা টপআপ প্রকল্প নয়। সরাসরি ৭২,০০০ টাকা গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। 

তবে এবার সমস্ত প্রতিশ্রুতি ছাড়িয়ে গিয়েছেন কংগ্রেস সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিয়োয় রাহুলকে বলতে শোনা যাচ্ছে, ভারতে যাঁদের আয় মাসে ১২ হাজার টাকার কম হলে ওই পরিবারগুলিকে প্রতিবছর ৭২,০০০ কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে কংগ্রেস। 

আরও একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুখ ফসকে ২৫ হাজার কোটি লোককে দারিদ্র সীমার বাইরে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল।

কংগ্রেসের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করে নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পাঙ্গারিয়া। তাঁর কথায়, দেশের অর্থনীতির উপরে চাপ বাড়বে। প্রতিবছর কি ৩.৬ ট্রিলিয়ন অর্থ বণ্টন সম্ভব? বিশেষজ্ঞরা অনেকেই ভেনেজুয়ালার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যে দেশে ভর্তুকির রাজনীতির জেরে বর্তমানে দেউলিয়া অবস্থা। 

আরও পড়ুন- রাহুলের কাছ থেকে ৭২,০০০ পেলে স্ত্রীকে খোরপোষ দেব, আদালতে জানালেন স্বামী

English Title: 
Loksabha Elections 2019: Rahul Gandhi makes a gaffe, promises to give 'Rs 72,000 crore
News Source: 
Home Title: 

ভিডিয়ো: আর ৭২ হাজার নয়, গরিবদের বছরে কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাহুলের!

ভিডিয়ো: আর ৭২ হাজার নয়, গরিবদের বছরে কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাহুলের!
Yes
Is Blog?: 
No
Section: