অনলাইন লেনদেন ও কেনাকাটায় উত্‍সাহ দিতে লটারি চালু করল কেন্দ্রীয় সরকার

দেশকে করতে হবে ক্যাশলেস কান্ট্রি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এখন এটাই। সেই লক্ষ্যে জোরকদমে কাজ শুরুও করে দিল কেন্দ্রীয় সরকার। এবার অনলাইন লেনদেন ও কেনাকাটায় উত্সাহ দিতে লটারি চালু করল কেন্দ্রীয় সরকার। পঁচিশে ডিসেম্বর থেকে চোদ্দই এপ্রিল। ক্রিশমাস থেকে অম্বেদকর জয়ন্তী। এই একশো দিনের মধ্যে অনলাইনে কেনাকাটা করলে থাকছে পুরস্কারের হাতছানি।

Updated By: Dec 16, 2016, 08:54 AM IST
অনলাইন লেনদেন ও কেনাকাটায় উত্‍সাহ দিতে লটারি চালু করল কেন্দ্রীয় সরকার

ওয়েব ডেস্ক: দেশকে করতে হবে ক্যাশলেস কান্ট্রি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এখন এটাই। সেই লক্ষ্যে জোরকদমে কাজ শুরুও করে দিল কেন্দ্রীয় সরকার। এবার অনলাইন লেনদেন ও কেনাকাটায় উত্সাহ দিতে লটারি চালু করল কেন্দ্রীয় সরকার। পঁচিশে ডিসেম্বর থেকে চোদ্দই এপ্রিল। ক্রিশমাস থেকে অম্বেদকর জয়ন্তী। এই একশো দিনের মধ্যে অনলাইনে কেনাকাটা করলে থাকছে পুরস্কারের হাতছানি।

আরও পড়ুন বিশ্বের সর্বকালের সেরা চোর তাহলে এরাই!

লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিদিন পনেরো হাজার গ্রাহকের অ্যাকাউন্টে একহাজার টাকা করে ক্যাশব্যাক হবে। সপ্তাহে সর্বোচ্চ একলক্ষ টাকা ক্যাশব্যাকের লোভনীয় অফার। এছাড়াও থাকছে মেগা ড্র। জানিয়েছেন নীতি আয়োগের CEO অমিতাভ কান্ত।

আরও পড়ুন  আজ রাহুল গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে একজোট বিরোধী শিবির

.