জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের মরসুমে একটি বড় স্বস্তি পাওা গিয়েছে গ্যাসের দামে। পেট্রোলিয়াম কোম্পানিগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। রাষ্ট্র-চালিত তেল বিপণন সংস্থাগুলি (OMCs) চারটি মেট্রো শহরে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করেছে। ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে এই দাম। নতুন দাম সিলিন্ডার প্রতি ৫৭.৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই নতুন দামের অ্যাডজাস্টমেন্ট দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে প্রতিফলিত হবে। দীপাবলির ঠিক আগে সিলিন্ডার প্রতি ১০১.৫ টাকা দাম বৃদ্ধি পায়। এর পরে এই দাম কমার ঘটনা মানুষের পকেটে স্বস্তি দেবে।


আরও পড়ুন: Israel-Palestine Conflict | Narendra Modi: যুদ্ধে বাড়ছে সাধারণ মানুষের মৃত্যু! নিন্দা করে আলোচনার ডাক মোদীর


কোম্পানিগুলো অবশ্য গার্হস্থ্য এলপিজির দামে কোনও পরিবর্তন করেনি।


এরপরে ১৬ নভেম্বর থেকে চারটি শহরে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম যা হবে সেগুলি হল দিল্লিতে ১,৭৭৫.৫ টাকা কলকাতায় ১,৮৮৫.৫ টাকা, মুম্বইয়ে ১,৭২৮ টাকা এবং চেন্নাইয়ে ১,৯৪২ টাকা। 


আরও পড়ুন: MP Elections 2023: মধ্যপ্রদেশে শুরু গদির লড়াই, নজরে কোন আসন?


এই মাসের শুরুতে, ওএমসিগুলি গত দুই মাসে দ্বিতীয়বারের মতো সারা দেশে বেশ কয়েকটি জায়গায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছিল। বাণিজ্যিক এবং গার্হস্থ্য উভয় LPG সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম দিনে মাসিক সংশোধন করা হয়।


বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল এবং রেস্তোরাঁর মতো ব্যবসার উপরে খরচের বোঝা কমবে। এই ব্যবসাগুলি রান্নার জন্য এলপিজির উপর নির্ভরশিল।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)